For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তোষণের পাকে মন্দির নিয়ে নীরব মমতা! রাজভবনে রাম মন্দিরের ভূমিপুজো উৎসব, জানালেন রাজ্যপাল

তোষণের পাকে মন্দির নিয়ে নীরব মমতা! রাজভবনে রাম মন্দিরের ভূমিপুজো উৎসব, জানালেন রাজ্যপাল

  • |
Google Oneindia Bengali News

রাম মন্দিরের ভূমি পুজোর দিনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নীরবতার অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন তিনি এক টুইটার পোস্টে বলেন, রাজ্যবাসীর কাছে নিজের অবস্থান জানান। যদিও এদিন সকালে মুখ্যমন্ত্রী টুইটার পোস্টে দেশের ঐতিহ্যকে সংরক্ষিত রাখার বার্তা দিয়েছেন।

রাজভবনে হবে ভূমি পুজোর উৎসব

রাজভবনে হবে ভূমি পুজোর উৎসব

রাজ্যপাল জগদীপ ধনকর টুইটার পোস্টে জানিয়েছেন, ৫ অগাস্ট সন্ধে ৬.৩০-এ রাজভবনে প্রদীপ জ্বালিয়ে শ্রী শ্রী রামমন্দিরের ভূমি পুজোর উৎসব পালন করা হবে। তাঁর মতে প্রত্যেক ভারতবাসীর কাছে এই দিনটি গৌরব ও স্বাভিমানের।

 অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়

অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়

রাজ্যপাল বলেছেন আজকের এই দিনটির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। বিচার ব্যবস্থাকে এমন ঐতিহাসিক রায়ের জন্য ধন্যবাদ। তোষণের পাকে-চক্করে রামমন্দির নিয়ে নীরব হয়ে রয়েছেন। রাজ্যবাসীকে নিজের অবস্থান জানান।

দেশের সংবিধানেও রাম-সীতা

দেশের সংবিধানেও রাম-সীতা

অপর এক টুইটে রাজ্যপাল বলেছেন, গর্ব অনুভব করুন। জাঁকজমকের সঙ্গে এই দিনটি পালন করুন। দেশের সংবিধানেও রাম-সীতা বিদ্যমান।

ঐতিহ্যকে সংরক্ষিত রাখার বার্তা মমতার

ঐতিহ্যকে সংরক্ষিত রাখার বার্তা মমতার

টুইটার পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের দেশ তার চিরায়ত বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে। আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখব। মুখ্যমন্ত্রী তার টুইটার পোস্টে বলেছেন, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান একে অপরের ভাই-ভাই! আমার ভারত মহান, মহান আমার হিন্দুস্তান।

'জয় শ্রীরাম!' অযোধ্যায় কয়েক শতকের অপেক্ষার অবসানের ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর'জয় শ্রীরাম!' অযোধ্যায় কয়েক শতকের অপেক্ষার অবসানের ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

English summary
Bhoomi Pujan ceremony at Ayodhya will be celebrated at Rajbhawan in the evening, says Jagdeep Dhankhar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X