For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভবানীপুরের বাম সমর্থকরা কংগ্রেস নয় বিজেপির পক্ষে, তাই লড়াইটাও আমার আর মমতার, দাবি চন্দ্র বসুর

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৩০ এপ্রিল : রাজ্যের পঞ্চম দফার নির্বাচনে সঙ্গত কারণেই নজরে রয়েছে ভবানীপুর কেন্দ্র। এই এলাকা থেকেই নির্বাচনে দাঁড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। বিরোধীরা নিশ্চিত এই এলাকায় মূল লড়াইটা মমতার সঙ্গে জোটপ্রার্থী দীপা দাসমুন্সির। সে তত্ত্ব অবশ্য উড়িয়ে দিয়েছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্র বসু (সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্র)।

চন্দ্র বাবুর যুক্তি, "এই কেন্দ্রের সিপিএম ভোটারদের এখটা বড় অংশই কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সিতে অখুশি। এলাকায় সিপিএম প্রার্থী না দেওয়ায় বাম নেতৃত্বের উপর কিছুটা অসন্তুষ্টও বটে। গোঁড়া বাম সমর্থকরা প্রার্থী হিসাবে নিজের দলের প্রতিনিধি চেয়েছিলেন। কিন্তু এই জোট তাদের কাছে একেবারেই গ্রহণযোগ্য হয়নি। গোটা রাজ্যেই বাম সমর্থকরা এই জোটকে মেনে নিতে পারেনি। আর তার জেরে সুবিধা পাবে বিজেপিই।"

ভবানীপুরের বাম সমর্থকরা কংগ্রেস নয় বিজেপির পক্ষে, তাই লড়াইটাও আমার আর মমতার, দাবি চন্দ্র বসুর

মূলত, কিছুদিন আগে সূর্যকান্ত মিশ্র মন্তব্য করেছিলেন ভবানীপুর কেন্দ্রে বিরোধীপক্ষের ভোট ভাগাভাগি হয়ে যাওয়া রুখতে বিজেপির উচিত এই কেন্দ্র থেকে তাদের প্রার্থী তুলে নেওয়া। বিরোধী নেতার এই মন্তব্যকে অপরিপক্ক যুক্তি হিসাবে ব্যাখ্যা করেছেন।

চন্দ্রবাবু বলেন, "একজন প্রবীন রাজনীতিবিদ হওয়ার সুবাদে ওনার জানা উচিত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ অনেকদিন আগেই পেরিয়ে গিয়েছে। এবং ভবানীপুরে বিজেপি ভাল সুযোগ রয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারব। জোট এই এলাকায় কোনও কাজই করেনি। ভবানীপুরের লড়াইটা আমার আর মমতার।"

English summary
Bhawanipore BJP Candidate Chandra Bose says Left supporters with BJP, so the main fight between him and Mamata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X