তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়াবেন না বিধায়করাও! ২০২১-এ সিঁদুরে মেঘ দেখালেন ভারতী
২০২১-এর ভোটে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াতে ভয় পাবেন বর্তমান বিধায়করা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তিনি মনে করেন, এবার অধিকাংশ বিধায়ক তৃণমূলের হয়ে দাঁড়াতে চাইবেন না। সোমবার হুগলির কোন্নগরে বিজেপির মহিলা মোর্চার একটি অনুষ্ঠানে এ কথা বলেন ভারতীদেবী।

ভদ্রসভ্যরা তৃণমূল করতে পারছেন না
ভারতী ঘোষ বলেন, এখন আর ভদ্রসভ্য মানুষেরা তৃণমূল করতে পারছেন না। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের টিকিটে দাঁড়াতেও চাইছেন না। তৃণমূল এখন তাঁরাই সক্রিয় যাঁদের সাইকেল কেনার ক্ষমতা ছিল না, অথচ তাঁরা স্করপিও চড়ে ঘুরে বেড়াচ্ছে। ভদ্রসভ্য লোকেরা এখন দলে সাইড হয়ে গিয়েছেন।

পুলিশ শিখণ্ডী মমতার সরকারে
তৃণমূলের সংসর্গ ত্যাগ করে বিজেপির ছত্রছায়ায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের বিরুদ্ধে সরব হয়েছেন ভারতী ঘোষ। এর আগে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ বলেছিলেন পুলিশকে শিখণ্ডীর মতো সামনে রেখে সরকার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিনের জন্য পুলিশ তুলে নিলেই সরকার পড়ে যাবে।

২০২১-এ তৃণমূলের ভরাডুবির ভবিষ্যদ্বাণী
এবার তিনি করলেন ২০২১-এ তৃণমূলের ভরাডুবির ভবিষ্যদ্বাণী। তিনি বলেন, তৃণমূল হারছেই। তৃণমূলের হয়ে কেউ দাঁড়াতেই চাইবেন না, তাহলে তৃণমূল জিতবে কী করে! তৃণমূল ইতিমধ্যেই বাংলা থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। তাই এখন বিজ্ঞাপন দিয়ে বলতে হচ্ছে ‘দিদিকে বলো'।

‘আপনার সময় শেষ হয়ে গিয়েছে’
এর আগে কাটমানি ইস্যু সামনে এনে মুখ পুড়েছে তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার এসেছে ‘দিদিকে বলো'। এই কর্মসূচিও মুখ থুবড়ে পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, আপনার সময় শেষ হয়ে গিয়েছে, এবার দিন গুনতে শুরু করুন। ২০২১-এর ভোটেই তৃণমূল সরকারের অবসান ঘটবে।
[আরও পড়ুন:আর ১৬টি নয়, এবার একটি মাত্র ফর্ম ফিলাপ করলেই মিলবে পেনশন, সৌজন্যে মমতা]