For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুপুরে ভারতীর গাড়ি আটকে রেখে বোমাবাজি, ধর্মা মোড়ে বিজেপি প্রার্থীর পথ রুখল পুলিশ

ঘাটালে নির্বাচনকে কেন্দ্র করে আজকের গোটা দিন ধরেই খবরের শিরোনাম কেড়েছে কেশপুর। হিংসা, গুলি, বোমাবাজির জন্য দফায় দফায় সেখানে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

  • |
Google Oneindia Bengali News

ঘাটালে নির্বাচনকে কেন্দ্র করে আজকের গোটা দিন ধরেই খবরের শিরোনাম কেড়েছে কেশপুর। হিংসা, গুলি, বোমাবাজির জন্য দফায় দফায় সেখানে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এদিন পশ্চিম মেদিনীপুরের ধর্মার মোড়ের কাছে দুপুরে ভারতী ঘোষের গাড়ি আটকে দেয় পুলিশ। জানা যায়, ভারতীর দেহরক্ষীর গুলি চালানোর ঘটনার জন্যই পুলিশ তাঁর কনভয় আটকেছে। যদিও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরার সামনে ভারতীর কনভয় আটকানোর কোনও কারণই জানাতে চাননি পুলিশ কর্তারা।

দুপুরে ভারতীর গাড়ি আটকে বোমাবাজি, ধর্মা মোড়ে বিজেপি প্রার্থীর পথ রুখল পুলিশ

এর আগে , এদিন দুপুর আড়াইটে নাগাদ, ঝেঁতলায় ভারতী ঘোষ ও তাঁর নিরাপত্তারক্ষীদের কার্যত আটকে রেখে ব্যাপক বোমাবাজি চলে এলাকায়। প্রায় কয়েকশ' গ্রামবাসী ঘিরে ধেরন ভারতীর গাড়িকে। তাঁদের দাবি, এলাকার পুলিশ সুপার থাকাকালীন একসময়ে ব্যাপক অত্যাচার চালিয়েছেন ভারতী। এবার পালা গ্রামবাসীদের! আর সেই ক্ষোভেই ভারতীকে ঘিরে রেখে চলে বোমাবাজি ও বিক্ষোভ প্রদর্শন। এদিন দুপুরে আক্রান্ত হয় একাধিক সংবাদমাধ্যমের গাড়িও। চালানো হয়েছে ব্যাপক ভাঙচুর। পরিস্থিতি সামলাতে নেমে পড়ে কমব্যাট ফোর্স।

এরপর এদিন মেদিনীপুর শহরে ঢুকতেই ধর্মা মোড়ের কাছে প্রায় আধঘণ্টার জন্য আটকে রাখা হয় ভারতী ঘোষের কনভয়। তাঁর জন্য রীতিমত গার্ডরেল নিয়ে অপেক্ষায় ছিল পুলিশ। সেখানে উপস্থিত ছিলেন উচ্চ পদমর্যাদা সম্পন্ন পুলিশ অফিসাররা।এদিকে পথ আটকানোয় ক্ষোভে ফেটে পড়েন বিজেরি প্রার্থী। তাঁর দেহরক্ষীর গুলি চালানোর ঘটনায় তাঁদের কোতয়ালি থানায় যাওয়ার কথা বলে পুলিশ। যদিও এরপর পুলিশের সঙ্গে কথা বলার পর, ভারতী ঘোষ রওনা দেন মেদিনীপুর হাসপাতালের দিকে।

English summary
Bharati Ghosh's car again stopped in west midnapur after poll violence.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X