For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশান্ত কিশোরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গাত্মক নিশানা ‘জঙ্গলমহলের মেয়ে’র, প্রশ্ন অর্থের উৎস

প্রশান্ত কিশোরকে নিয়ে মমতাকে ব্যঙ্গাত্মক নিশানা ‘জঙ্গলমহলের মেয়ে’র, প্রশ্ন অর্থের উৎস

Google Oneindia Bengali News

প্রশান্ত কিশোরকে নিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন তাঁর 'জঙ্গলমহলের মেয়ে' ভারতী ঘোষ। তিনি 'মা' মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন ছুড়ে দেন, প্রশান্ত কিশোরকে কে টাকা দিচ্ছেন। সেই টাকা আসছে কোথা থেকে। আবার কি বাংলায় সারদাশ্রী বা নারদশ্রী খুলবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

পিকের টিমকে টাকা দিচ্ছেন, মানুষের জন্য কিছ নেই!

পিকের টিমকে টাকা দিচ্ছেন, মানুষের জন্য কিছ নেই!

মুখ্যমন্ত্রী কুর্সি বাঁচানোর জন্য ভাড়া করে এনেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তাঁর আই প্যাক টিমে হাজার হাজার ছেলে কাজ করছে, তাঁদেরকে কী করে টাকা দেওয়া হচ্ছে। বিজেপির সহ সভাপতি বলেন, মুখ্যমন্ত্রী ক্লাবে টাকা দিচ্ছেন, প্রশান্ত কিশোরকে টাকা দিচ্ছেন। কিন্তু মানুষের কিছু করতে হলেই বলছেন টাকা নেই।

সারদাশ্রী, নারদশ্রী, কাটমানিশ্রী খুলবেন মুখ্যমন্ত্রী

সারদাশ্রী, নারদশ্রী, কাটমানিশ্রী খুলবেন মুখ্যমন্ত্রী

এরপর বাংলার মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে ভারতী ঘোষ বলেন, ওনার শ্রী খোলার অভ্যাস রয়েছে। মাধেমধ্যেই উনি কোনও না কোনও শ্রী খুলে ফেলেন। এবার নিশ্চয় উনি সারদাশ্রী, নারদশ্রী, কাটমানিশ্রী খুলবেন। এদিন কৃষক সুরক্ষার পদযাত্রায় অংশ নিয়ে ভারতী ঘোষ কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রীকে।

মানুষের স্বার্থবিরোধী কোনও কাজ করেননি কেন্দ্র

মানুষের স্বার্থবিরোধী কোনও কাজ করেননি কেন্দ্র

তিনি বলেন, কেন্দ্রের সরকার মানুষের স্বার্থবিরোধী কোনও কাজ করেননি। কৃষি আইন করে কেন্দ্রের সরকাক কৃষখদের হিত করতেই চেয়েছেন। এই আইনের মাধ্যমে কৃষকরা মিনিমাম সাপোর্ট প্রাইসে ফসল বিক্রি করতে পারবেন। যেখানে খুশি ফসল বিক্রি করা যাবে। এমনকী বিদেশেও বিক্রি করতে পারবেন।

কৃষকরা চিরদিন গরিব হয়ে থাকুন, চান মুখ্যমন্ত্রী

কৃষকরা চিরদিন গরিব হয়ে থাকুন, চান মুখ্যমন্ত্রী

ভারতীদেবী বলেন, আসলে এই কৃষি আইনের ফলে কৃষকদের আয় বাড়বে। সেটাই চাইছেন না আমাদের মুখ্যমন্ত্রী। তিনি চান কৃষকরা চিরদিন গরিব হয়ে থাকুন। গরিব থাকলে তাঁদের নিয়ে রাজনীতি করেতে পারবেন। আসলে উনি তো কখনও কৃষক-শ্রমিকদের কথা ভাবেননি। উনি প্রশান্ত কিশোরদের পকেট ভরাতেই ব্যস্ত থাকেন।

হাথরাস কাণ্ডে হঠাৎ 'আশার আলো' খুঁজে পেলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীহাথরাস কাণ্ডে হঠাৎ 'আশার আলো' খুঁজে পেলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী

English summary
Bharati Ghosh criticizes Mamata Banerjee on Prashant Kishor’s payment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X