কাটমানি নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপি নেত্রী ভারতী ঘোষের
কাটমানি ইস্যুতে গতকাল তোলপাড় হয়েছিল লোকসভা। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সরাসরি তৃণমূল কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ করেছিলেন। আর অন্যদিেক কাটমানি ইস্যুতে হাজরা মোড়ে ধর্নায় বসে বিজেপি নেত্রী ভারতী ঘোষ অভিযোগ করলেন, কাটমানির টাকা দিয়েই প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছেন মমতা।
কাটমানি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে মঙ্গলবার হাজরা মোড়ে ধর্না আন্দোলন শুরু করে বিজেপি। সেখানে বিজেপি নেত্রী ভারতী ঘোষ কাটমানি ইস্যুতে শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানাতে থাকেন। দলের হাল ফেরাতে মমতা প্রশান্ত কিশোরকে ৪০০-৫০০ কোটি টাকা দিয়ে নিয়োগ করেেছন।

এই বিপুল পরিমাণ টাকা কাট মানি ছাড়া আসা সম্ভব নয়। সাধারণ মানুষের টাকা নিয়ে নয়ছয় করছেন তৃণমূল নেত্রী এমনই অভিযোগ করেছেন ভারতী ঘোষ। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কাটমানি নিয়ে তদন্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতী।
২০২১-এ বিধানসভা ভোট, কিন্তু ততদিন তৃণমূল সরকার টিকবে না। মমতার ঘরবাড়ি সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই কাটমানির টাকা রাজ্যবাসীকে ফিরিয়ে দেবে বিজেপি। এমনই দাবি করেছেন ভারতী ঘোষ।
[আরও পড়ুন:বাংলা নামে আপত্তি মোদীর, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনে মমতার প্রস্তাব পত্রপাঠ খারিজ]
বুধবার ফের রাজ্যে কাটমানি ইস্যুতে বিক্ষোভ শুরু হয়। উত্তরবঙ্গের শিলিগুড়িতে ৩৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে বিক্ষোভ শুরু হয়। দোকান বন্ধ করে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় ব্যবসায়ীরা। পুলিস ঘটনাস্থলে গেলে আরও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
[আরও পড়ুন:পুরনো মুখেই ভরসা মমতার, বিধায়কদের সঙ্গে বৈঠকে পথ বেঁধে দিলেন আগামী লড়াইয়ের]