For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মনোনয়ন জমা দিয়েই নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ খুললেন ভারতী

নির্বাচন কমিশন যে ভাবে কাজ করছে তাতে সন্তুষ্ট নন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।

  • By Kaushik Dutta
  • |
Google Oneindia Bengali News

নির্বাচন কমিশন যে ভাবে কাজ করছে তাতে সন্তুষ্ট নন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। বৃহস্পতিবার মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর ভারতী ঘোষ দাবি, তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসে মানুষ আতঙ্কিত। মানুষের মনে সাহস জোগাতে নির্বাচন কমিশন কোনো ভূমিকা নেয়নি বলেই অভিযোগ ঘাটালের বিজেপি প্রার্থীর।

মনোনয়ন জমা দিয়েই নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ খুললেন ভারতী

ভারতী ঘোষের অভিযোগ, ভোটের আগে পশ্চিম মেদিনীপুরের কেশপুর, পিংলা, পাঁশকুড়ার বিভিন্ন এলাকায়, মানুষকে বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে তৃণমূল আশ্রিত বাইক বাহিনী। এনিয়ে বিজেপির তরফে একাধিক চিঠি পাঠানো হলেও, নির্বাচন কমিশন কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেছেন ভারতী ঘোষ। পশ্চিম মেদিনীপুরের উত্তপ্ত এলাকাগুলিতে কোনো পুলিশ অবজারর্ভার পাঠানো হয়নি বলেও ঘাটালের বিজেপি প্রার্থীর অভিযোগ। কেশপুর, পিংলা সহ জেলার সন্ত্রাস কবলিত এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে বিজেপি।

মনোনয়ন জমা দিয়েই নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ খুললেন ভারতী

অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বৃহস্পতিবারই সোনা হাতানো মামলায় জেরার জন্য সিআইডি তলবকে রাজনৈতিক চক্রান্ত হিসেবেই দেখছেন ভারতী ঘোষ। তাঁর বক্তব্য, পনেরো মাস আগে তিনি পুলিশের চাকরি ছেড়েছেন। এতদিন পর তাঁকে জেরা করার প্রয়োজনীয়তার কারণ, তাঁর নির্বাচনী প্রচারে বাধা দেওয়া ছাড়া আর কিছু নয় বলেই অভিযোগ ঘাটালের বিজেপি প্রার্থীর।

ভারতী ঘোষ ছাড়া বৃহস্পতিবার মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরে লোকসভা ভোটের মনোনয়ন পত্র জমা দেন মেদিনীপুর কেন্দ্রের সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট, কংগ্রেস প্রার্থী শম্ভুনাথ চ্যাটার্জী, ঘাটালের সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলি, ঝাড়গ্রামের সিপিএম প্রার্থী দেবলিনা হেমব্রম ও তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা সোরেন। এই সব কেন্দ্রে ভোটগ্রহণ হবে ১২ মে।

English summary
Bharati filed nomination from ghatal, attacked Election Commissions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X