For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনধে বাংলায় পথ অবরোধ থেকে রেল রোকো দিকে দিকে! পরিস্থিতি কোনদিকে

  • |
Google Oneindia Bengali News

সকাল থেকেই রাজ্যের একাদিক জেলায় ভারত বনধের প্রবল প্রভাব পড়তে শুরু করে। মধ্যমগ্রাম থেকে শুরু করে যাদবপুর স্টেশন, বাংলার সর্বত্র এই ভারত বনধের প্রবল প্রভাব পড়তে শুরু করেছে। এদিন ভারত বনধে তমলুকে নিমতৌড়িতে অবরোধ শুরু হয় বামেদের।

রেল অবরোধ

রেল অবরোধ

কৃষিবিল প্রত্যাহারের দাবিতে আজ বাংলার বিভিন্ন জায়গায় রেল অবরোধ শুরু। রিষড়া, মধ্যমগ্রাম, যাদবপুর, উলুবেড়িয়া সহ এদিন একাধিক জায়গায় সকাল থেকেই বামেরা রেল অবরধে নামে। বহু স্টেশনে রেল অবরোধের জেরে আটকে যায় লোকাল ট্রেন। যাদবপুরে ৪০ মিনিট রেল অবরোধের পর তা উঠে যায়। একই পরিস্থিতি রিষড়াতেও। যার জেরে সাধারণ মানুষ পড়েছেন বিপাকে।

পথ অবরোধ

পথ অবরোধ

উত্তরবঙ্গের একাধিক জায়গায় বাম কর্মী সংগঠনের প্রতিনিধিরা পুলিশের সামনেই পিকেটিং এ বসেন। এদিকে, মধ্যমগ্রামে যশোর রোড থেকে শুরু করে একাধিক জায়গায় শুরু হয় পথ অবরোধ। উত্তরবঙ্গের ধূপগুড়িতে বাস আটকে বামেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

 কলকাতার পরিস্থিতি

কলকাতার পরিস্থিতি

কলকাতার আইটি সেক্টের সেভাবে বনধের প্রভাব পড়েনি। খোলা রয়েছে অফিস। ভারত বনধে সকালের দিকে সেভাবে প্রভাব পড়েনি শহর কলকাতাতে। যদিও যাদবপুরে কিছু জায়গায় অবরোধ হয়েছে বলে খবর ছিল। যাদবপুরে বামেদের মিছিলে সুজন চক্রবর্তীকে দেখা যায়। তিনি বলেন ধর্মঘট সদর্থক। তবে যেহেতু কৃষকদের আন্দোলনের ক্ষেত্রে বেলা ১১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত বিশেষ কর্মসূচি রয়েছে, সেহেতু সেই সময় পরিস্থিতি ঘিরে উদ্বেগ থাকছে।

কড়া নিরাপত্তা ও জোড়া বনধ

কড়া নিরাপত্তা ও জোড়া বনধ

এদিন কৃষকদের ডাকা বনধের জেরে যেমন ভারত বনদ পালিত হচ্ছে, তেমনই বিজেপির উত্তরকন্যা অভিযানে কর্মীর মৃত্যুর প্রতিবাদে পালিত হচ্ছে উত্তরবঙ্গ বনধ। এমন এক পরিস্থিতিতে এদিন সকাল থেকেই আঁটোসাটো বন্দোবস্ত রয়েছে নিরাপত্তা ঘিরে। ভারত বনধ নিয়ে এমনিতেও কেন্দ্রের তরফে কড়া নিরাপত্তার আয়োজনের কথা জানানো হয়েছে।

English summary
Bharat Bandh for Farmer Agitation, strike update on west bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X