For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চতুর্থ দফায় হানাহানির মাঝেই ভাঙড়ে আইএসএফের নৌসাদের মুখোমুখি সাক্ষাৎ বিজেপির সৌমী! ধরা পড়ল 'অন্য' ছবি

নৌসাদের মুখোমুখি পড়লেন বিজেপির সৌমী! ধরা পড়ল 'অন্য' ছবি

  • |
Google Oneindia Bengali News

ভোটের আগের রাত থেকেই বহু কারণে খবরের শিরোনাম কেড়েথে ভাঙড়। এদিকে, ভোটের চতুর্থদফার দিন সকালের সূর্যোদয় হতেই রাজ্যের ৪৪ আসনের বিভিন্ন প্রান্ত থেকে আসে সংঘাতের খবর । মূলত , শীতলকুচিতে ৫ জনের হত্যাকাণ্ড এদিনের পারদ চড়িয়ে দেয়। এরপর দক্ষিণে ভাঙড়ে দেখা গেল এক অন্য ছবি।

বুথে ঢুকতে বাধা নৌসাদকে

বুথে ঢুকতে বাধা নৌসাদকে

এদিকে জানা গিয়েছে এদিন সকালের ভাঙড়ের দুটি বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে নৌসাদ সিদ্দিকিকে। এদিকে, ভাঙড়ের ১৫১, ১৫২ নম্বর বুথে এদিন সকালে আইএসএফের প্রার্থী তথা আব্বাস সিদ্দিকির ভাই নৌসাকদে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠে আসতে শুরু করেছে।

 ভাঙড়ে ভোটের আগের রাতে কী ঘটে?

ভাঙড়ে ভোটের আগের রাতে কী ঘটে?

এদিকে ভোটের আগের রাতে ভাঙড়ে আইসি শ্যামাপদ সাহাকে বদলি করে কমিশন। সেই জায়গা থেকে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় তীর্থঙ্কর গঙ্গোপাধ্যায়কে। রাজ্যপুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন তিনি।

হিংসার মাঝে সৌজন্যের ছবি

এদিকে ভাঙড়ে এদিন সকালে হাতিশালা সরোজিনী হাইস্কুলের মাদ্রাজার সামনে থেকে যে ছবি ধরা পড়েছে তা আজকের দিনের ভোটের বাকি ছবি গুলোর থেকে আলাদা। আইএসএফের নৌসাদের গাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন বিজেপির প্রার্থী সৌমী হাতি। দেখা হতেই দুই প্রার্থী বিনিময় করলেন সৌজন্য। দুজনের মুখেই ছিল সৌজন্যের হাসি। রাজ্য যখন মেরুকরণের রাজনীতিতে উত্তাল,তখন সংখ্যালঘু অধ্যুষিত ভাঙড়ের বুকে সৌমী ঘোষ ও নৌসাদের মধ্যে দেখা গেল সৌজন্যের ছবি।

 সংঘাত অবিরত!

সংঘাত অবিরত!

এদিকে, সকালে ভাঙড়ের সাঁইহাটি থেকে খবর মেলে যে আইএসএফ কর্মীদের ভোটদানে বাধার অভিযোগ। সেখানে নৌসাদকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বহু জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীর অভাব দেখা যাচ্ছে বলেও সকালে অভিযোগ ছিল।

রাইফেল ছিনতাইয়ের চেষ্টা, 'আত্মরক্ষায়' গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী, কমিশনে রিপোর্ট বিশেষ পুলিশ পর্যবেক্ষকেররাইফেল ছিনতাইয়ের চেষ্টা, 'আত্মরক্ষায়' গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী, কমিশনে রিপোর্ট বিশেষ পুলিশ পর্যবেক্ষকের

English summary
Bhangar ISF candidate Naushad siddiqui and BJP Candidate Shoumi greets one another during Fourth phase polling
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X