For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলকে রুখতে ভোটের ময়দানে নামছে ভাঙড়ের জমি রক্ষা কমিটি, প্রার্থী দিতে চলেছে তিন কেন্দ্রে

পঞ্চায়েত নির্বাচনের পর এবার লোকসভা নির্বাচনে তৃণমূলকে আটকাতে ভোটের ময়দানে ভাঙড়ের জমি রক্ষা কমিটি।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েত নির্বাচনের পর এবার লোকসভা নির্বাচনে তৃণমূলকে আটকাতে ভোটের ময়দানে ভাঙড়ের জমি রক্ষা কমিটি।
ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী জমি রক্ষা কমিটি সংগ্রামী আন্দোলনের মধ্য দিয়ে ভাঙড়ের বিস্তৃন্ন এলাকায় প্রভাব বিস্তার করেছে। এবার সেই জনপ্রিয়তাকেই ভোটের বাক্সে কাজে লাগাতে চাইছেন আন্দোলনকারীরা।

তৃণমূলকে রুখতে ভোটের ময়দানে ভাঙড়ের জমি রক্ষা কমিটি, প্রার্থী দিতে চলেছে তিন কেন্দ্রে

গত পঞ্চায়েত নির্বাচনে হোয়াটসঅ্যাপে মনোনয়ন জমা দেওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে হইচই পড়েছিল। সামনেই লোকসভা নির্বাচন। এবার লোকসভা আসনে প্রার্থী দিয়ে আবার একবার নজর কাড়তে চলছে ভাঙড়ের জমি রক্ষা কমিটি। শাসকের সঙ্গে পাল্লা দিয়ে দেওয়াল দখল তথা দেওয়ালে চুনকাম করে সামনাসামনি লড়াই দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কমিটি।

জমি রক্ষা কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, জমি-জীবিকা-বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি গত পঞ্চায়েত নির্বাচনে শাসকের বিরুদ্ধে প্রার্থী দিয়ে সমানে সমানে লড়াই করে কয়েকটি আসন ছিনিয়ে নিয়েছিল। কার্যত ভাঙড়ের পোলেরহাট ২ নং অঞ্চল এখন জমি কমিটির দখলে। বিগত দুই বছর আগে পাওয়া গ্রিডের বিরুদ্ধে স্লোগান তুলে আন্দোলন শুরু করে এই জমি রক্ষা কমিটি।

সেই আন্দোলনের রাস্তায় বন্ধ হয়েছিল যান চলাচল। এমনকী প্রথম কয়েকদিন সেখানে ঢুকতেই পারেনি রাজ্য পুলিশের বিশাল বাহিনী। পরে অবশ্য পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে ভাঙড়ে। চালু হয়েছে পাওয়ার গ্রিড। যদিও আন্দোলনের মূল এলাকাগুলিতে এখন শাসক দলের মৌরসিপাট্টা চালু নেই। আর সেখানেই প্রার্থী দিয়ে আবারও একবার নির্বাচনের ময়দানে লড়াই করতে চলেছে জমি রক্ষা কমিটি।

[আরও পড়ুন:তৃণমূলকে রুখতে ভোটের ময়দানে ভাঙড়ের জমি রক্ষা কমিটি, প্রার্থী দিতে চলেছে তিন কেন্দ্রে ][আরও পড়ুন:তৃণমূলকে রুখতে ভোটের ময়দানে ভাঙড়ের জমি রক্ষা কমিটি, প্রার্থী দিতে চলেছে তিন কেন্দ্রে ]

কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, যাদবপুর লোকসভা কেন্দ্রের পাশাপাশি পার্শ্ববর্তী বারাসত এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী দিতে চলেছেন তাঁরা। ইতিমধ্যে ভোটের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে কমিটি। ভাঙড়ের পোলেরহাট ২ নং এলাকায় দেওয়াল দখল করে চুনকাম করার কাজ শুরু হয়ে গিয়েছে। কমিটির মুখপাত্র নকশাল নেতা অলীক চক্রবর্তী ইতিমধ্যে গ্রামে গ্রামে মিটিং করে গ্রামের মহিলা পুরুষ একযোগে মাঠে নামার জন্য আহ্বান করেছেন।

[আরও পড়ুন: বিজেপির 'সভাপতি' যোগ দিলেন তৃণমূলে! প্রার্থী ঘোষণার পরই দল ছাড়ার হিড়িক ][আরও পড়ুন: বিজেপির 'সভাপতি' যোগ দিলেন তৃণমূলে! প্রার্থী ঘোষণার পরই দল ছাড়ার হিড়িক ]

জমি রক্ষা কমিটির মুখপাত্র তথা রেড স্টার নেতা অলীক চক্রবর্তী বলেছেন, 'আগামী বুধবার কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিক ভাবে আমরা প্রার্থী তালিকা ঘোষণা করব।' জমি কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, যাদবপুর এবং বারাসত লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়ে শাসকের বিরুদ্ধে সরাসরি লড়াই করা হবে।' পাশাপাশি তাঁরা বসিরহাট লোকসভা কেন্দ্রেও প্রার্থী দিতে পারেন বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন:বিজেপির প্রার্থীপদের টিকিট পেতে চলেছেন গম্ভীর! পদ্মশিবিরে যোগ দিয়ে কী বললেন ক্রিকেটার ][আরও পড়ুন:বিজেপির প্রার্থীপদের টিকিট পেতে চলেছেন গম্ভীর! পদ্মশিবিরে যোগ দিয়ে কী বললেন ক্রিকেটার ]

English summary
Bhangar Andolan Sanhati Committee to field candidates for Lok Sabha Elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X