For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেসবুকের পাশাপাশি 'কুটুম্ব' অ্যাপসেও নিবিড় জনসংযোগে বিজেপি শিবির

ফেসবুকের পাশাপাশি 'কুটুম্ব' অ্যাপসেও নিবিড় জনসংযোগে বিজেপি শিবির

  • |
Google Oneindia Bengali News

২০১৪ নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার সময় থেকেই 'বিজেপি আইটি সেল'-এর নাম ছড়িয়েছে দেশ ছাড়িয়ে বিদেশেও৷ সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ বিজেপি কর্মী-সমর্থকরা যে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে একথা বিরোধিরাও স্বীকার৷ কিন্তু একুশের বঙ্গ-বিধানসভা নির্বাচনে বিজেপি আইটি সেল-কে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে প্রশান্ত কিশোরের টিম। এবার টিম পিকে-কে টেক্কা দিতে ফেসবুকের পাশাপাশি কুটুম্ব অ্যাপেও সক্রিয় বঙ্গ বিজেপি সমর্থকরা।

ফেসবুকের পাশাপাশি কুটুম্ব অ্যাপসেও নিবিড় জনসংযোগে বিজেপি শিবির

প্রায় ফেসবুকের মতো এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে কুটুম্ব৷ যার আর একটা বাংলা মানে 'আত্মীয়।'

কী রয়েছে এই অ্যাপে?
স্মার্ট ফোনে এই অ্যাপ ডাউনলোড করে ফেসবুকের মতো ফোন নম্বর দিয়ে সাইন ইন করতে হয়৷ তবে ফেসবুকের থেকে একটা জিনিসে আলাদা এই অ্যাপটি৷ নিজস্ব গ্রুপ বানিয়ে লগইন করতে হয় এই অ্যাপসে৷ আর ঠিক এখানেই অন্যদের চেয়ে এগিয়ে বঙ্গ বিজেপির তথাকথিত আইটি সেল। কুটুম্ব অ্যাপসেও ইতিমধ্যেই নিজের পা জমিয়ে ফেলেছে এরা। কুটুম্বে বঙ্গ বিজেপি কমিউনিটিতে ঢুকতে গেলে আপনাকে নিজের ফোন নম্বর দিয়ে সাইন ইন করতে হবে৷ যে বক্সে ফোন নম্বর লিখবেন ঠিক তার উপরে বড় করে ইংরাজিতে লেখা রয়েছে 'BJP Bengal Social Media' আর তার ঠিক নিচে বাংলায় লেখা, 'সোনার বাংলা গড়ার লক্ষ্যে বিজেপি পশ্চিমবঙ্গ'
সাইন ইন করার পরই নিজের সম্পর্কে কিছু লেখার বক্স আছে (খানিকটা ফেসবুক ধাঁচেই) সেটা পেরিয়ে আপনি ফেসবুকের মতোই প্রোফাইল ছবি আপডেট করতে পারেন৷ তারপর রয়েছে ফেসবুকের মতোই পোস্ট করার অপশন৷ রয়েছে নোটিফিকেশন চেক করার জন্য অ্যালার্ম আইকন৷ এর পাশাপাশি অ্যাডমিন, অফিস বিয়ার্স, চলমান, নতুন পোস্ট, নামে চারটি পেজ রয়েছে। নিজের ইচ্ছে অনুসারে আপনি প্রতিটি পেজই চেক করতে পারবেন

কোথায় পাবেন এই অ্যাপ?
গুগল স্টোর সহ যে কোনও অ্যান্ড্রয়েড অ্যাপস মার্কেটে এই 'কুটুম্ব' অ্যাপস পাওয়া যাচ্ছে৷ গুগল স্টোর থেকে প্রায় ৫০ লক্ষ বার ডাউনলোড করা হয়ে গিয়েছে এই অ্যাপসটি। তবে আপনি যদি বিজেপি সমর্থক হন আর ফেসবুকে সক্রিয় থাকেন তাহলে হয়ত সরাসরি আপনার কাছে চলে আসতে পারে কুটুম্বে বিজেপি কমিউনিটি জয়েনের লিঙ্ক।

যদিও বঙ্গ-বিজেপি মিডিয়া সেলের বক্তব্য কটুম্বে বঙ্গ-বিজেপির সক্রিয়তা নিয়ে তারা কিছুই জানে না৷ তাদের বক্তব্য কোটি সংখ্যায় বিজেপি সমর্থক রয়েছে বঙ্গে। কোনও সমর্থক কোথাও কোনও কমিউনিটি তৈরি থাকতে পারেন তবে এটা অফিসিয়াল নয়৷

English summary
Besides Facebook, BJP supporters are also using 'Kutumb' apps
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X