মমতাও কি দেখেন 'শ্রীময়ী'! সিরিয়ালের হাল হকিকত নিয়ে মুখ্যমন্ত্রী কী বললেন
'কাদম্বিনী ' কিম্বা 'শ্রীময়ী'র মতো নাম শুধু বাংলার সাধারণ মানুষের ঘরে ঘরেই পরিচিতি পায়নি, রাজনীতির আঙিনার মানুষরাও এই সমস্ত সিরিয়াল নিয়ে খোঁজ খবর রাখেন। অন্তত রাজ্যের মুখ্যমন্ত্রী তাইই প্রমাণ করলেন। এদিন টলিউডের একাধিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী আর সেখানেই উঠে আসে মুখ্যমন্ত্রীর রোজনামচার একের পর এক অজানা দিক।

'শ্রীময়ী' আর 'মোহর ' নিয়ে প্রশ্ন
এদিন , শিল্পী , টেকনিশিয়ান সহ টলিউডের একাধিক প্রতিনিধির সঙ্গে বৈঠকের সময় মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নেন, 'শ্রীময়ী ' আর 'মোহর' এর টিআরপি কেমন চলছে? কেমন চলছে সমস্ত সিরিয়াল, তার খোঁজ খবর প্রযোজক, পরিচালক, লেখকদের থেকে নেন মুখ্যমন্ত্রী। তাতেই জল্পনা চড়েছে , যে তাহলে কি মুখ্যমন্ত্রীও সময় পেলে 'শ্রীময়ী'র মতো জনপ্রিয় সিরিয়ালে চোখ রাখেন?

পুরুলিয়ায় শ্যুটিং নিয়ে মমতার প্রশ্ন
এদিন , প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়কে মমতা জিজ্ঞাসা করেন যে , পুরুলিয়া তাঁর শ্যুটিং কেমন চলছিল? 'কোড়া পাখি' সিরিয়ালের শ্যুটিং যে পুরুলিয়ায় হচ্ছে, তার খোঁজ মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে দেখে অনেকেই অবাক হন। ফলে এটা স্পষ্ট হতে থাকে, যে সিরিয়ালের দিকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর সমান ভাবেই থাকে।

' কোড়া পাখি' নিয়ে প্রশ্ন মমতার
এদিন বৈঠকে শিল্পীদের সামেন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করেন, ' কাদম্বিনী কেমন চলছে? কোড়া পাখী, কাদম্বিনী, শ্রীময়ী ভালো করছে ? টিআরপি কেমন ?' এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে , লকডাউনে শ্যুটিং করতে গেলে একটু বুদ্ধি খাটিয়ে তা করতে হবে। এতে সৃষ্টিশীলতার পরিচয় দিতে হবে বলে তিনি দাবি করেন।

মমতার সিরিয়াল উবাচ
এর আগেও বহুবার সিরিয়ালের দুনিয়া নিয়ে প্রশ্ন করেছেন মমতা। তিনি এর আগে , বাংলা সিরিয়ালে চরিত্রদের বহুবার বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর এবার সিরিয়ালের টিআরপি নিয়ে প্রশ্ন করে পের সকলকে চমকে দেন মমতা।

রিয়ালিটি শোয়ের শুটিং কি আদৌও শুরু হবে? জেনে নিন কি বললেন মুখ্যমন্ত্রী