For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা ভাষায় শপথ বাক্য পাঠ করবেন দেবশ্রী! মন্ত্রিত্ব নিয়ে অমিতের ফোন বাঙালি সাংসদকে

ফোন এসেছে খোদ অমিত শাহের কাছ থেকে। এদিন ,সকালে মোদী-অমিত শাহ বৈঠক সম্পন্ন হতেই সোজা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে ফোন আসে রায়গঞ্জের সাংসদস দেবশ্রী চৌধুরীর কাছে।

  • |
Google Oneindia Bengali News

ফোন এসেছে খোদ অমিত শাহের কাছ থেকে। এদিন ,সকালে মোদী-অমিত শাহ বৈঠক সম্পন্ন হতেই সোজা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে ফোন আসে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর কাছে। তাঁকে মোদী মন্ত্রিসভায় যোগ দিতে বলে শপথ পাঠের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

বাংলায় শপথ বাক্য পাঠ করবেন দেবশ্রী! মন্ত্রিত্ব নিয়ে অমিতের ফোন বাঙালী সাংসদকে

ঘটনা ঘিরে নিঃসন্দেহে আপ্লুত দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জের এই সাংসদকে এদিন বাংলাতে শপথ পাঠ করতে নির্দেশ দেন স্বয়ং বিজেপির সভাপতি অমিত শাহ। আর এরপরই দেবশ্রীর প্রতিক্রিয়া,'খুব ভালো লাগছে।' দিল্লিতে এই মুহূর্তে তিনি অপেক্ষায় রয়েছেন বিকেল গড়িয়ে সন্ধে নামার জন্য। আর তারপরই সন্ধে ৭ টা থেকে শুরু হবে মোদী মন্ত্রিসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান।

দেবশ্রী চৌধুরীর দাবি, বাংলার জন্য বিজেপির অমিত শাহ ও মোদীর মতো প্রথম সারির নেতৃত্বরা আলাদা করে ভাবছেন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সূত্রের দবি, বাংলা থেকে বাবুল সুপ্রিয়োও পেতে চলেছেন মন্ত্রিত্ব। প্রসঙ্গত ,রায়গঞ্জের মাটিতে প্রচারে এসেই অমিত শাহ বলেছিলেন, 'আপনারা দেবশ্রীকে জিতিয়ে দিন ,মন্ত্রী বানিয়ে দেব।' ৩০ মে অমিত শাহের কাছ থেকে ফোন আসতেই সেই প্রতিশ্রুতি পূর্ণ হল।

[আরও পড়ুন:আপনার স্বপ্নের মন্ত্রিসভা বেছে নিন]

English summary
MP Debashree Chowdhury To take oath in Bengali to become minister in Modi Cabinet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X