For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৮ হাজার কিমি দূরে থেকে আলোড়নের 'আলোড়ন', পাশে দেবশঙ্কর-মেঘনাদ-নচিকেতা

কলকাতা তথা রাজ্য করোনার (covid-19) দ্বিতীয় ঢেউ থেকে মুক্ত না হলেও, কিছুটা থিতু হয়েছে। তবে প্রতিদিনই আক্রান্ত আর মৃত্যুর খবর আসছে। সেই পরিস্থিতিতে কলকাতা তথা রাজ্যের করোনা আক্রান্তদের (Covid patient ) পাশে দাঁড়াতে এগ

  • |
Google Oneindia Bengali News

কলকাতা তথা রাজ্য করোনার (covid-19) দ্বিতীয় ঢেউ থেকে মুক্ত না হলেও, কিছুটা থিতু হয়েছে। তবে প্রতিদিনই আক্রান্ত আর মৃত্যুর খবর আসছে। সেই পরিস্থিতিতে কলকাতা তথা রাজ্যের করোনা আক্রান্তদের (Covid patient ) পাশে দাঁড়াতে এগিয়ে এল ব্রিটেনের (uk) ইয়র্কশায়ারের (Yorkshire ) বাঙালি সাংস্কৃতিক গোষ্ঠী আলোড়ন (Aaloron)।

করোনা আক্রান্তদের পাশে 'আলোড়ন'

করোনা আক্রান্তদের পাশে 'আলোড়ন'

সাম্প্রতিক সময়ে সারা বিশ্বই করোনা আক্রান্ত। তুলনায় বর্তমানে খারাপ পরিস্থিতি ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশগুলি। খারাপ পরিস্থিতি এই বাংলারও। মে মাসের মাঝামাঝি সময়ে এই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে মারা গিয়েছেন অনেকেই। সেই সময় কিংবা পরবর্তী সময়ে অনেক অনাবাসীই সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। যেমন এবার এগিয়ে এল ইয়র্কশায়ারের আলোড়ন। কোনও একা ব্যক্তি নয়, গোষ্ঠী হিসেবে, কলকাতা তথা বাংলার মানুষের পাশে দাঁড়াতে।

নেওয়া হয়েছে তহবিল সংগ্রহের উদ্যোগ

নেওয়া হয়েছে তহবিল সংগ্রহের উদ্যোগ

'আলোড়নে'র তরফে স্বেচ্ছাসেবী সংস্থা হোপ ফাউন্ডেশনকে বেছে নেওয়া হয়েছে তাদের সাহায্যের অর্থ খরচের মাধ্যম হিসেবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে 'আলোড়ন' তহবিল সংগ্রহের পথে এগিয়েছে তারা। এর জন্য ২৭ জুন রবিবার যুক্তরাজ্যের সময় বিকেল ৪ টেয় ফেসবুক লাইভে সাংস্কৃতি অনুষ্ঠান করতে চলেছে। এই অনুষ্ঠান দর্শকরা ফেসবুকে বিনামূল্যে দেখতে পারবেন।

পাশে বাংলার শিল্পীমহল

পাশে বাংলার শিল্পীমহল

কলকাতা তথা বাংলার সঙ্গীত ও নাট্যজগতের অনেকেই 'আলোড়ন'-এর পাশে দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন নচিকেতা চক্রবর্তী, ময়ূরী মিত্র, মেঘনাথ ভট্টাচার্য, দেবশঙ্কর হালদার এবং দেবাশিস মজুমদার।

আলোড়নের 'আলোড়ন'

আলোড়নের 'আলোড়ন'

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কিছু বাঙালি মিলে ২০০৫ সাল থেকে বঙ্গ সংস্কৃতির চর্চা শুরু করেন ইয়র্কশায়ারে। সদস্যদের মধ্যে রয়েছেন চিকিৎসক, প্রযুক্তিবিদ, শিক্ষক এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা। প্রতিষ্ঠার পরের বছর থেকেই ফেলে আসা বাংলার মানুষের সাহায্যে তহবিল সংগ্রহ করে থাকেন। সাধারণভাবে এই সংস্থার সদস্যরা নিজেরাই তহবিলে দান যেমন করেন, পাশাপাশি তহবিল আরও বাড়াতেও সাহায্য করেন।

বর্ষায় বাড়ে ম্যালেরিয়া, ডেঙ্গু! করোনা কালে কতটা ঝুঁকি বাড়াচ্ছে এই রোগগুলিবর্ষায় বাড়ে ম্যালেরিয়া, ডেঙ্গু! করোনা কালে কতটা ঝুঁকি বাড়াচ্ছে এই রোগগুলি

English summary
Bengali cultural organisation Aaloron in Yorkshire in UK helping Covid patient through Hope foundation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X