For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাঙালি অস্মিতার প্রসঙ্গ টেনে মমতার লড়াইকে কুর্নিশ উদ্ধবের

বাঙালি অস্মিতার প্রসঙ্গ টেনে মমতার লড়াইকে কুর্নিশ উদ্ধবের

  • |
Google Oneindia Bengali News

বাঙালিরা এক হয়ে মমতাকে ভোট দিয়েছেন৷ সমস্ত অপপ্রচার এবং চক্রান্ত রুখে দিতে পেরেছে বাংলা৷ বন্দেমাতরম মন্ত্রে আবার স্বাধীনতার লড়াইয়ের উৎসাহ জাগিয়ে বিজেপিকে আটকেছে বাংলার মানুষ৷ শিবসেনার ৫৫ তম প্রতিষ্ঠা দিবসে এভাবেই মমতার প্রশংসায় পঞ্চমুখ হলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

কিন্তু হঠাৎ কেন এই মমতা স্তুতি?

কিন্তু হঠাৎ কেন এই মমতা স্তুতি?

২০১৪ থেকে সাত বছর ধরে বিজেপির বিজয় রথ শুধু সামনের দিকেই এগিয়েছে৷ কোনও জায়গায় যদিওবা সেই রথ কখনও হোঁচট খেয়েছে, কিন্তু মোদীর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ উঠে আসেনি দেশে। ঠিক এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদের থেকে আলাদা৷ মোদী সরকারের প্রথম দিন থেকে দেশের সবচেয়ে বড় মোদী বিরোধী মমতাই৷ এবং এই কট্টর বিরোধিতা সত্ত্বেও নিজের বিধানসভায় আসন সংখ্য উত্তোরত্তর বাড়িয়েছেন মমতা৷ নিজের রাজ্যে মমতার জনসমর্থনে একটুও ভাটা পড়েনি৷ স্বাভাবিকভাবেই মমতার প্রশংসা করে ২০২৪ এর বিজেপি বিরোধী জোট গঠনের পথে এক পা এগিয়ে রাখছেন উদ্ধব৷

একুশের বিধানসভা এফেক্ট

একুশের বিধানসভা এফেক্ট

রাজ্যে শেষ বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শীর্ষ বিজেপি নেতারা রাজ্যে এসে বার বার প্রচার করে মমতাকে ভোটে হারাতে চেয়েছেন৷ কিন্তু ফল হয়েছে তার উল্টো। আগের বারের চেয়েও ভালো ফল করে ক্ষমতায় ফিরেছেন মমতা। স্বাভাবিকভাবেই সার দেশেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিজেপি বিরোধী দলগুলোর কাছে জনপ্রিয় চরিত্র।

মমতার প্রশংসায় কী বলেছেন উদ্ধব?

মমতার প্রশংসায় কী বলেছেন উদ্ধব?

শিবসেনার সদর দফতর থেকে উদ্ধব বলেন, 'একা লড়াই করেছেন মমতা। প্রথম থেকেই কেন্দ্র বিরোধিতায় একলা চলো নীতি নিয়েছেন৷ বাংলার মানুষ তাঁকে ভরসা করে ভোট দিয়েছেন। এবারের ভোটে বাঙালি অস্মিতারা প্রশ্নে জয়ী হয়েছেন মমতা। তাঁর ভালো কাজকে ভোট দিয়েছে বঙ্গবাসী৷

বাম-কংগ্রেস জোট কি ভেঙে যাবে! জল্পনা জিইয়ে রেখেই সূর্যকান্তের উপনির্বাচনী বার্তাবাম-কংগ্রেস জোট কি ভেঙে যাবে! জল্পনা জিইয়ে রেখেই সূর্যকান্তের উপনির্বাচনী বার্তা

উদ্ধবের মমতা-স্তূতি নিয়ে বিশেষজ্ঞদের মত

উদ্ধবের মমতা-স্তূতি নিয়ে বিশেষজ্ঞদের মত

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, উদ্ধবের এই মমতা ভক্তি আসলে পুরোটাই মুম্বইয়ে আসন্ন পুরসভা ভোটকে মাথায় রেখে আঞ্চলিক জাতীয়তাবাদকে ধুঁয়ো দেওয়া৷ আগামী দিনেও এই আঞ্চলিক জাতীয়তাবাদকে সামনে রেখেই ২০২৪ এর ঘুঁটি সাজাবে আঞ্চলিক বিজেপি বিরোধী দলগুলি।

English summary
Bengali Asmita is the target, Mamata's fight was Praised by Uddhab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X