For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কবে আসছে বাংলায় করোনা টীকা, ইঙ্গিত দিল নাইসেড, জেনে নিন গণটীকা করণের দিনক্ষণ

কবে আসছে বাংলায় করোনা টীকা, ইঙ্গিত দিল নাইসেড, জেনে নিন গণটীকা করণের দিনক্ষণ

Google Oneindia Bengali News

গোটা বিশ্বেই দিকে দিকে শুরু হয়ে গিয়েছে করোনা ভাইরাসের টীকার গবেষণা। আমেরিকা, রাশিয়া, চিনের সঙ্গে পাল্লা দিেয় গবেষণা শুরু করেছে ভারতও। দেশিয় কোভ্যাকসিনের ট্রায়াল রানও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। সেই সূত্র ধরেই আশার খবর শোনাল নাইসেড। জানুয়ারি মাসেই বাংলার হাতে আসছে করোনা ভাইরাসের টীকা।

জানুয়ারিতেই করোনা টীকা বাংলায়

জানুয়ারিতেই করোনা টীকা বাংলায়

আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরেই বাংলার হাতে এসে যাবে করোনা ভাইরাসের টীকা। ইতিমধ্যেই দেশিয় প্রযুক্তিতে তৈরি করোনা ভাইরাসের টীকার ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে। তৃতীয় পর্যায়ের ট্রায়াল রান চলছে কোভ্যাকসিনের। আইসিএমআর এবং ভারত বায়োটেকের উদ্যোগে এই ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে। তারপরেই জানুয়ারি মাসে করোনা ভাইরাসে টীকা হাতে পাবে পশ্চিমবঙ্গ।

সেপ্টেম্বরেই কমবে করোনা

সেপ্টেম্বরেই কমবে করোনা

গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন সেপ্টেম্বর মাসের মধ্যেই বাংলায় করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন তিনি। করোনা পরিস্থিতি রাজ্যে এখন অনেকটাই ভাল জায়গায় এসেছে। বেড়েছে সুস্থতার হার। কলকাতায় কন্টেইনমেন্ট জোনও অনেকটাই কমেছে।

নাইসেডের দাবি

নাইসেডের দাবি

নাইসেড দাবি করেছে জানুয়ারি মাসেই বাংলা হাতে পাবে দেশিয় করোনা টীকা কোভ্যাকসিন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমতি দিলেই সেই ভ্যাকসিনের ব্যবহার করতে পারবে বাংলা। তারপরেই গণটীকাকরণ শুরু হয়ে যাবে। সব ঠিক থাকলে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই শুরু হয়ে যাবে করোনা ভাইরাসের টীকাকরণ। মার্চ মাসের মধ্যেই গোটা দেশে পৌঁছে যাবে করোনা ভাইরাসের টীকা। পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লি, চেন্নাই, উত্তর প্রদেশ এবং হায়দরাবাদের হাতেও পৌঁছবে করোনা ভাইরাস।

 সেপ্টেম্বরের ট্রায়ালে স্বাস্থ্যকর্মীরা

সেপ্টেম্বরের ট্রায়ালে স্বাস্থ্যকর্মীরা

করোনার কোভ্যাকসিনের ট্রায়ালে সেপ্টেম্বরে অংশ নেবেন স্বাস্থ্যকর্মীরা। ড্রাগ কন্ট্রোলারের অনুমোদনের পরেই গণহারে টীকাকরণ শুরু হয়ে যাবে। তবে সেটা নিখরচায় হবে কিনা তার কোনও ইঙ্গিত দেয়নি নাইসেড অধিকর্তা। মনে করা হচ্ছে বিনামূল্যেই জরুরি কালীন ভিত্তিতে এই টীকাকরণ করা হবে।

করোনা ধাক্কায় ধুঁকছে অর্থনীতি! বাড়ছে দারিদ্রতার পরিমাণ, আরবিআই-র রিপোর্টে বাড়ছে উদ্বেগ করোনা ধাক্কায় ধুঁকছে অর্থনীতি! বাড়ছে দারিদ্রতার পরিমাণ, আরবিআই-র রিপোর্টে বাড়ছে উদ্বেগ

English summary
Bengal will soon get coronavirus vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X