For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুল উৎপাদনে শীর্ষে বাংলা, রিপোর্টে বলল অ্যাসোচেম

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বাংলা
কলকাতা, ২ সেপ্টেম্বর: ফুল উৎপাদনে শীর্ষ স্থান দখল করল পশ্চিমবঙ্গ। বণিকসভা অ্যাসোচেমের একটি রিপোর্ট থেকে এই তথ্য মালুম হয়েছে। শুধু দেশ নয়, বিদেশেও বাংলার ফুলের রফতানি বেড়েছে।

'দ্য ভ্যালু অ্যাডিশন টু রুরাল ইকনমি: দ্য প্রমিস অফ ফ্লোরিকালচার' শীর্ষক রিপোর্টে অ্যাসোচেম দাবি করেছে, ২০০৭-০৮ থেকে ২০১১-১২ সাল অর্থাৎ পাঁচ বছরে ৭৪০ কোটি কাটাফুল উৎপাদন ও সরবরাহ করেছে পশ্চিমবঙ্গ। শুধু ২০১১-১২ সালে রাজ্যে ফুল উৎপাদনের হার বেড়েছে ১৪ শতাংশ। পূর্ব মেদিনীপুর, হুগলী, উত্তর ২৪ পরগনা, নদীয়া ইত্যাদি জেলা ফুল চাষে অগ্রণী ভূমিকা নিয়েছে।

তবে ২০০৮ সালে রাজ্যে ২৭ হাজার হেক্টর জমিতে ফুল চাষ করা হত। ২০১২ সালে তা কমে দাঁড়ায় ২৪ হাজার হেক্টরে। রিপোর্টে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে ফুল চাষের উপযুক্ত পরিবেশ রয়েছে। ফুলের পাশাপাশি তা থেকে তৈরি জৈব সারের চাহিদা বেড়েছে চাষের কাজে। এই মুহূর্তে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে অন্তত দু'লক্ষ লোক ফুল চাষে যুক্ত। এতগুলি লোককে রুটি-রুজি জোগাচ্ছে ফুল! রাজ্য থেকে ফুল যাচ্ছে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, দিল্লি, মুম্বই ইত্যাদি জায়গায়। এমনকী, বাংলার ফুল সিঙ্গাপুর, দুবাই, কাঠমান্ডুতেও রফতানি হচ্ছে। গাঁদা, রজনীগন্ধা, গোলাপ, পদ্ম, সূর্যমুখী, অপরাজিতা ইত্যাদি ফুলের চাহিদা সবচেয়ে বেশি।

কীভাবে আরও বেশি ফুল উৎপাদন বাড়িয়ে রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করা যায়, তার উপায় বাতলেছে অ্যাসোচেম।

English summary
Bengal tops list in floriculture, Assocham claims in its report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X