For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোয় রাস্তায় বেরিয়ে মুশকিল আসান, ৫০০ অতিরিক্ত বাস নামাচ্ছে রাজ্য

দুর্গাপুজোয় অতিরিক্ত ৫০০টি বাস রোজ নামাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

  • |
Google Oneindia Bengali News

দুর্গাপুজোয় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে দর্শনার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য রাজ্য সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে। দুর্গাপুজোয় অতিরিক্ত ৫০০টি বাস রোজ নামাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

পুজোয় রাস্তায় বেরিয়ে মুশকিল আসান, ৫০০ অতিরিক্ত বাস নামাচ্ছে রাজ্য

প্রশাসনের তরফে আশ্বাস, বেলা গড়াতেই গন্তব্যে পৌঁছনোর বাস পেয়ে যাবেন সকলে। বাসের অভাব হবে না। এমনকী রাতেও বাসের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হচ্ছে এবার।

শহরজুড়ে চতুর্থী থেকে নবমী পর্যন্ত রাজ্য সড়ক পরিবহণ দফতর ১২০০ বাস রাস্তায় নামাবে। পথে নামা মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেটা দেখতে খোলা হচ্ছে কন্ট্রোল রুমও। মেট্রো ও রেল স্টেশন ছাড়া শহরের মূল জায়গাগুলিতে শাটল সার্ভিস থাকবে। গড়িয়াহাট-গড়িয়া, হাওড়া-শিয়ালদহ, শ্যামবাজার-ব্যারাকপুর, করুণাময়ী-শিয়ালদহ, টালিগঞ্জ-ঠাকুরপুকুর, টালিগঞ্জ-বেহালা রুটে শাটল থাকবে। রাতে ট্রামও চলবে।

পুজোর সময় পথচারীদের জন্য বাসের বিশেষ টিকিটের ব্যবস্থা করা হয়েছে। তা ২৪ ঘণ্টা বৈধ থাকবে। বাস, ট্রাম ও নৌকায় যতবার খুশি ওই টিকিট দেখিয়ে যাতায়াত করা যাবে। উত্তরে ব্যারাকপুর-বারাসত থেকে দক্ষিণে ঠাকুরপুকুর-বারুইপুর, পূর্বে নিউটাউন থেকে পশ্চিমে হাওড়া পর্যন্ত যেখানে খুশি এই টিকিটে পৌঁছে যাওয়া যাবে।

English summary
Bengal state transport to run 500 extra buses daily during Durga Puja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X