ট্যাক্সির সিট থেকে কেবিসি-র হটসিটে কলকাতার জালালউদ্দিন, গর্বের কীর্তি জানল সারা দেশ
নিজে অভাবের তাড়নায় লেখাপড়া করতে পারেননি। তবে স্বপ্ন ছিল লেখাপড়ার। অভাবের সংসার টানতে হাতে তুলে নিয়েছিলেন স্টিয়ারিং। সেটার ভরসায় বহু পথ পেরিয়ে এলাকার গরিব ছেলেমেয়েদের জন্য তৈরি করেন স্কুল। পরে তৈরি করেছেন অনাথ আশ্রমও। কলকাতার অদূরে দক্ষিণ ২৪ পরগনার ট্যাক্সিচালক গাজি জালালউদ্দিনের এই সংগ্রামের খবর অনেকদিন আগে থেকেই বাংলার মানুষ জেনেছেন।

এবার সেই ঘটনা সারা দেশের সামনে কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে বিগ বি অমিতাভ বচ্চন তথা সারা দেশের মানুষের সামনে জালালউদ্দিন নিজেই তুলে ধরার সুযোগ পেলেন।
অনুষ্ঠানের আয়োজকরাই তাঁকে কেবিসিতে ডাক দেন। তবে তিনি নিজে লেখাপড়া জানেন না বলে প্রস্তাব শুনে ঘাবড়ে গিয়ে না বলে দিয়েছিলেন। তবে সেই সমস্যার সমাধান করে দেন উদ্যোক্তারা। জানিয়ে দেন, তাঁর হয়ে উত্তর দেওয়ার জন্য থাকবেন স্বয়ং বলিউড অভিনেতা আমির খান।
আর হয়েছেও তাই। হটসিটে অমিতাভ বচ্চনের উল্টোদিকে জালালউদ্দিনকে সঙ্গে নিয়ে বসেছিলেন আমির। তিনিই উত্তর দিয়ে পুরস্কার জিতিয়েছেন। ২৪ অক্টোবর স্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানে মুম্বই উড়ে যান জালালউদ্দিন। ২৫ অক্টোবর কেসিবি-র সেটে শ্যুটিং হয়।
কেবিসি থেকে জেতা টাকায় এবার স্কুলের আরও উন্নতি করতে চান জালালউদ্দিন। প্রথমে একটি স্কুল ছিল। পরে আরও একটি স্কুল করেছেন। অনাথ আশ্রম করেছেন। সেখান থেকে বেরিয়ে অনেকে চাকরিতেও যোগ দিয়েছেন। আর এভাবেই সমাজের চূড়ান্ত সেবা করে পরম তৃপ্তি পেয়েছেন জালালউদ্দিন যা সকলে পক্ষে করা সম্ভব নয়।