For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভা নির্বাচন ২০১৬: "সূর্যকান্ত মিশ্র জিতলে মাথার চুল কামাবো", চ্যালেঞ্জ ডেরেক ও'ব্রায়েনের!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৬ এপ্রিল : চলতি বিধানসভা নির্বাচনেই নিজের একমাথা চুল বাজি রেখে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েন। তাও আবার সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রর জন্য।

ইন্ডিয়ান এক্সপ্রেস-কে সাক্ষাৎকার দিতে গিয়ে ডেরেকবাবু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্ধমান জেলার নারায়ণগড় কেন্দ্র থেকে নির্বাচনে সূর্যকান্ত মিশ্র জিতলে তিনি নিজের মাথার চুল কামিয়ে নেবেন।[রাজনাথ-কারাতের 'ভুয়ো' ছবি দেখিয়ে আক্রমণ করতে গিয়ে বিপাকে তৃণমূল!]

বিধানসভা নির্বাচন ২০১৬ : সূর্যকান্ত মিশ্র জিতলে মাথার চুল কামাবো, চ্যালেঞ্জ ছুড়লেন ডেরেক ও'ব্রায়েন!

সাক্ষাৎকারে ডেরেকের উদ্ধৃতিতে বলা হয়েছে, "সূর্যকান্ত মিশ্র হলেন এই (বাম-কং জোট) জোড়াতাপ্পির নেতা, যাকে দলের মুখ হিসাবে তুলে ধরা হচ্ছে। নিজের কেন্দ্র নারায়ণগড় থেকে উনি জিততে পারলে আমি আমার মাথার চুল কামিয়ে দেব।" [ঘাসফুল 'ডেরেক' দাদার পদ্মফুল 'ব্যারি' ভাই]

সূর্যকান্ত মিশ্র দলের উজ্জ্বল মুখ। পাকাপাকি না হলেও জোট ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে অন্যতম দাবিদার এই বাম নেতা।

ডেরেকের চ্যালেঞ্জের সঙ্গে পাচ্ছেন রাজনৈতিক বুদ্ধিজীবীদেরক একাংশ ২০০৪ সালে সুষমা স্বরাজের চ্যালেঞ্জের মিল খুঁজে পাচ্ছেন, যখন সুষমা বলেছিলেন, "বিদেশী বংশোদ্ভূত কেউ ভারতের প্রধানপদে বসলে মাথা মোড়াবো।" অথচ সে বারই কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে এসেছিল।

সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীর পদ নিতে অস্বীকার করেছিলেন বলে সে যাত্রায় বেঁচে গিয়েছিল সুষমা দেবীর চুল। কিন্তু ডেরেক কি বাঁচাতে পারবেন নিজের কোঁকড়া বাদামি চুল, তা তো ১৯ মে-ই বলে দেবে।

English summary
Bengal polls: Will shave head if Mishra of CPI(M) wins, vows O’Brien
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X