For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নন্দীগ্রামের ঘটনায় মমতার ছক ধরে ফেলল বিজেপি! নির্বাচন কমিশনে অভিযোগ গেরুয়া শিবিরের

Google Oneindia Bengali News

নন্দীগ্রামের ঘটনা নিয়ে মিথ্যা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ তুলেই এবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাল বিজেপি। বিজেপির বক্তব্য, রাজনৈতিক কারণে মিথ্যাচার করছেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে একটি চিঠি পাঠানো হয় বিজেপির তরফে। বিজেপি নেতারাও কমিশনে গিয়ে আধিকারিকদের সঙ্গে দেখা করতে পারেন বলে খবর।

নন্দীগ্রামের বিরুলিয়ায় চোট পেয়েছিলেন তৃণমূল নেত্রী

নন্দীগ্রামের বিরুলিয়ায় চোট পেয়েছিলেন তৃণমূল নেত্রী

নির্বাচনী প্রচারে গিয়ে গতকাল নন্দীগ্রামের বিরুলিয়ায় চোট পেয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ সকালে ঘটনাস্থান পরিদর্শনে যান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভূ গোয়েল এবং পুলিশ সুপার প্রবীণ প্রকাশ ৷ তাঁরা পরিদর্শন করে ফিরে যাওয়ার পরেই বিজেপি কর্মী-সমর্থকরা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ তাঁদের অভিযোগ, মিথ্যা বলে নন্দীগ্রামকে কলঙ্কিত করেছেন তৃণমূল নেত্রী৷

মুখ্যমন্ত্রী নাটক করছেন বলে দাবি বাম-কংগ্রেসের

মুখ্যমন্ত্রী নাটক করছেন বলে দাবি বাম-কংগ্রেসের

এদিকে মুখ্যমন্ত্রী নাটক করছেন বলে দাবি বাম-কংগ্রেসের৷ প্রাথমিকভাবে বিজেপির তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানানো হয়েছিল৷ এবার বাম-কংগ্রেসের সুরে সুর মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনাকে নাটক বললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷

'মমতা পিইচডি করেছেন নাটকে'

'মমতা পিইচডি করেছেন নাটকে'

তিনি বলেন, 'উনি এখন যা করছেন, পুরোটাই নাটক৷ আমাদেরও চোট লেগেছে৷ কিন্তু আমরা চিকিৎসা করিয়েছি৷ তারপর তার যোগ্য জবাব দিয়েছি৷ এটা ওঁর পুরানো অভ্যাস৷ পিইচডি করেছেন নাটকে৷' এই ধরনের ঘটনা তৈরি করা হচ্ছে এবং নির্বাচনে হার নিশ্চিত জেনে আরও ভয়ংকর দুর্ঘটনা ঘটাতে পারে তৃণমূল কংগ্রেস৷ সেই আশঙ্কা প্রকাশ করে রাজ্যবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দিলীপ ঘোষ।

কীভাবে কেউ মুখ্যমন্ত্রীকে ধাক্কা মারতে পারে?

কীভাবে কেউ মুখ্যমন্ত্রীকে ধাক্কা মারতে পারে?

সেইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, জেড প্লাস ক্যাটেগরির সুরক্ষা থাকা সত্ত্বেও কীভাবে কেউ মুখ্যমন্ত্রীকে ধাক্কা মারতে পারে? এর জন্য সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এদিকে, গতকাল মুখ্যমন্ত্রীকে দেখতে এসএসকেএম-এ যান রাজ্যপাল জগদীপ ধনকড়৷ সেখানে তাঁকে গো-ব্যাক স্লোগান দেওয়া হয়৷ সেই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ওঁরা চান না সত্যটা বাইরে আসুক৷ ছবি তোলার জন্য যে কেউ পায়ে ব্যান্ডেজ বেঁধে শুয়ে পড়তে পারে৷ কিন্তু, ওই ছবি দিয়ে ভোট পাওয়া যাবে না৷

English summary
Bengal polls: BJP to complain to the Election Commission against Mamata Banerjee on Nandigram incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X