For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশের ভোটের প্রচারের শুরুতেই ধাক্কা, বঙ্গ বিজেপির ছবি নিয়ে আপত্তি, তদন্তে রাজ্য পুলিস

একুশের ভোটের প্রচারের শুরুতেই ধাক্কা, বঙ্গ বিজেপির ছবি নিয়ে আপত্তি, তদন্তে রাজ্য পুলিস

Google Oneindia Bengali News

একুশের বিধানসভা ভোটে জনসংযোগ বাড়াতে ছবি তৈরি করেছে বঙ্গ বিজেপি। কিন্তু সেই ছবিতে ধর্ষণের একাধিক আপত্তিকর দৃশ্য রয়েছে বলে অভিযোগ। কীকরে এই ছবি ছাড়পত্র পেল এই নিয়ে রিপোর্ট তলব করে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু সুরক্ষা কমিশন। তারপরেই নড়েচড়ে বসে রাজ্য পুলিস। এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

একুশের ভোটের প্রচারের শুরুতেই ধাক্কা, বঙ্গ বিজেপির ছবি নিয়ে আপত্তি, তদন্তে রাজ্য পুলিস

করোনা পরিস্থিতিতে হাইটেক প্রচারের সাহায্য নিচ্ছে রাজ্য বিজেপি। ভার্চুয়াল জনসভা থেকে ফেসবুক লাইভ, সভা ফেসবুকে সাংবাদিক বৈঠক একাধিক কর্মকাণ্ড চালছে। ভার্চুয়ালি জনগণের কাছে পৌঁছতেই প্রচারের ছবি তৈরি করেছিল বিজেপি। তাতে ধর্ষণের দৃশ্য রাখা হয়েছে। সেই দৃশ্য অত্যন্ত আপত্তিকর বলে অভিযোগ করেছে রাজ্যে শিশু অধিকার রক্ষা কমিশন। এই নিয়ে রাজ্য পুলিসের কাছে অভিযোগ জানিয়েছে তারা।

তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন। এবং তথ্য প্রযুক্তি আইনের ধারায় এই ছবি নিয়ে তদন্ত শুরু হয়েছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু পাল্টা আক্রমণ করে জানিয়েছেন, কমিশন কী বলল তাতে তাঁদের কিছু যায় আসে না। ছবি তারা মুক্তি দেবেনই।

মমতাকে দেওয়া কথা রাখতে নয়া পন্থা নিলেন অনুব্রত, তৈরি বিধানসভা ভোটের জন্যমমতাকে দেওয়া কথা রাখতে নয়া পন্থা নিলেন অনুব্রত, তৈরি বিধানসভা ভোটের জন্য

English summary
Bengal Police seeks report from BJP over objectionble sences of Bengal BJP poll camign move
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X