For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার প্রতিনিধিত্ব থাকছে না এনপিআর বৈঠকে, ফের কেন্দ্রকে চ্যালেঞ্জ মমতার

  • By
  • |
Google Oneindia Bengali News

বাংলায় জাতীয় নাগরিকপঞ্জী, জাতীয় নাগরিকত্ব আইন ও জাতীয় জনসংখ্যা রেজিস্টারের কোনটাই হতে দেবেন না বলে প্রথম থেকেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের তরফে আবেদন করার পর দ্বিতীয়বার দেশের সবকটি রাজ্য ন্যাশনাল পপুলেশন রেজিস্টার নিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। সেই তালিকায় নেই শুধুমাত্র বাংলা ও কেরলের নাম। এই দুই রাজ্য ন্যাশনাল পপুলেশন রেজিস্টার তৈরি করা থেকে সরে এসেছে।

বাংলার প্রতিনিধি থাকছে না এনপিআর বৈঠকে, ফের কেন্দ্রকে চ্যালেঞ্জ মমতার

আগামী ১৭ তারিখ এনপিআর নিয়ে বিভিন্ন রাজ্যের তরফে বৈঠকে যোগ দেওয়ার কথা বলা হলেও তিনি সেই বৈঠকে যোগ দেবেন না বলে ফের একবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী রাজ্যের কোনও প্রতিনিধিও সেই বৈঠকে উপস্থিত থাকবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই নাগরিকত্ব আইন ও নাগরিক পঞ্জী নিয়ে চূড়ান্ত আন্দোলন করবেন বলে পথে নেমেছেন। কোনওভাবেই রাজ্যে এনআরসি বা এনপিআর করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এলে তাঁর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে বিবেচনা করে তা ফিরিয়ে নিতে আবেদন করেন মুখ্যমন্ত্রী।

তারপরে এদিন ফের একবার নিজের অবস্থানের কথা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এনআরসি, সিএএ এবং এনপিআর নিয়ে কড়া অবস্থানেই রইলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

English summary
Bengal not to send representative in NPR meeting, says TMC supremo Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X