For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরভোটে মানুষ ভোট দিতে পারলে জিতবে বিজেপিই, দাবি মুকুল রায়ের

পুরভোটে মানুষ ভোট দিতে পারলে জিতবে বিজেপিই, দাবি মুকুলের

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি হতে চলেছে রাজ্য জুড়ে আসন্ন পুরসভা ভোটে। তারপরও মানুষ ভোট দিতে পারলে বহু আসন জিতবে বিজেপি। তবে এখনই কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাচ্ছেন না তিনি। এদিন বারাসাত আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে এই মন্তব্য বিজেপি নেতা মুকুল রায়ের।

মুকুলের অভিযোগ

মুকুলের অভিযোগ

মুকুলের দাবি পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রে সরকার বা হাইকোর্ট সিদ্ধান্ত নিতে পারে একমাত্র। মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব বাহিনি আছে উনি তাই কেন্দ্রীয় বাহিনী চাইবেন না। পঞ্চায়েত ভোটের মতোই হিংসার আশঙ্কা রেখে মুকুল রায়ের দাবি রাজ্যের প্রতিটি জেলে ২০০০ জন বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে।

মুকুলের বিরুদ্ধে মামলা

মুকুলের বিরুদ্ধে মামলা

৩৫ বছরে তার বিরুদ্ধে একটিও মামলা ছিল না। আর মাত্র দু'বছরে ৪১টি মামলা হয়েছে। রাজ্যের সব পুরসভার ভোট এক সঙ্গে করার রীতি বলে দাবি মুকুল রায়ের। তার মতো মানুষকে ভোট দেওয়ানো গেলে বিজেপির ভোট ও আসন বাড়বে বহুগুণ। সেটা বুঝেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সরকারকে ভেঙ্গে দেওয়ার কথা বলছেন।

মুখ্যমন্ত্রীকে নিশানা

মুখ্যমন্ত্রীকে নিশানা

মানুষের সমবেদনার ভোট পেতে চাইছেন। তা হতে দেওয়া হবে না। কিন্তু সিএএ আইন না মানায় রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে। সংবিধান জানা ব্যক্তিরা সংসদে রয়েছে সেখানেই রাজ্যের সাংবিধানিক সংকট নিয়ে আলোচনা হবে বলে জানিয়ে দেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর অভিযোগ মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে সংবিধানের প্রতি দায়বদ্ধ থাকছেন না।

বামেদের নিশানা

বামেদের নিশানা

এদিন বিজেপি নেতা মুকুল রায় দাবি করেন জেএনইউ থেকে শান্তিনিকেতন - অতিবাম প্রতিক্রিয়াশীল শক্তি সারা ভারতে সক্রিয়। তারাই বিশ্ব বিদ্যালয়গুলিতে গন্ডগোল পাকাচ্ছে বলে মত মুকুল রায়ের।

ধর্মঘটে সিপিএম, কংগ্রেসের দাবিকেই 'মান্যতা'! ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা মমতার সরকারেরধর্মঘটে সিপিএম, কংগ্রেসের দাবিকেই 'মান্যতা'! ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা মমতার সরকারের

English summary
Bengal municipal elections 2020 : BJP will triump says Mukul Roy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X