কাশ্মীর থেকে ট্রেনে কলকাতা ফিরলেন কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকেরা, অভ্যর্থনায় ফিরহাদ
সোমবার রাজ্যের উদ্যোগে ঘরে ফেরানো হল জম্মু-কাশ্মীরে কর্মরত ১৩৮ জন রাজ্যের শ্রমিক। রাজ্যের উদ্যোগেই উদ্যোগেই তাঁদের উপত্যকা থেকে ফিরিয়ে আনা হয় কাশ্মীর থেকে। সরকারের দায়িত্ব নিয়ে প্রত্যেকের বিভিন্ন জেলায় তাদের বাড়িতে পৌঁছাতে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। জম্মু তাওয়াই এক্সপ্রেস থেকে কলকাতায় স্টেশনে আসেন তারা। পরবর্তীতে রাজ্য সরকারের উদ্যোগে তাদের ঘরে পৌঁছাতে পাঁচটি বাসের ব্যবস্থা করা হয় সেই সঙ্গে প্রত্যেকের হাতে খাবার এবং জলের ব্যবস্থা করা হয়।

কাশ্মীরে কর্মরত পাঁচজন বাঙালি শ্রমিক জঙ্গিদের হাতে গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই সংকটে দিন কাটাচ্ছিলেন সেখানে কর্মরত অন্যান্য শ্রমিকরা। জানা যায়, রাজ্যে ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদনও জানিয়েছিলেন তাঁরা। তারপরই তৎপর হন মুখ্যমন্ত্রী। কাশ্মীর পুলিশের ডিজির সঙ্গে যোগাযোগ করে তাদেরকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় রাজ্য সরকার।
এদিন ফিরে আসা শ্রমিকদের সঙ্গে কথা বলতে স্টেশনে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যে ফিরে শ্রমিকরা জানিয়েছেন, কাশ্মীরে গিয়ে আর কাজ করবেন না তাঁরা। এই রাজ্যেই তাঁরা কাজের সন্ধান করবেন। সুস্থ স্বাভাবিকভাবে তাঁদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শ্রমিকরা।
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কুলগামে পাঁচজন বাঙালি শ্রমিককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। আপেল বাগানে এরা শ্রমিকের কাজ করতেন।
কুলগামের কাতরাসু গ্রামে যে ভাড়া বাড়িতে থাকতেন মুর্শিদাবাদের এই শ্রমিকরা। সেখানে হানা দেয় সশস্ত্র জঙ্গিরা। এরপর তাদের বাড়ি থেকে বের করে জঙ্গির দল। প্রায় ২০০ মিটার দূরে গিয়ে শ্রমিকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্য হয় পাঁচ জনের।