For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৮৫ নার্স ফিরে যাচ্ছেন মণিপুর! করোনার আবহে মহাসংকটে বাংলার স্বাস্থ্যব্যবস্থা

১৮৫ নার্স ফিরে যাচ্ছেন মণিপুর! করোনার আবহে মহাসংকটে বাংলার স্বাস্থ্যব্যবস্থা

Google Oneindia Bengali News

রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নতুন করে সংকটের মুখে পড়ে গেল। বাংলায় কর্মরত ১৮৫ নার্সকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল মণিপুর সরকার। ফলে বাংলার বেসরকারি হাসপাতাল চ্যালেঞ্জের মুখে পড়ে গেল করোনার আবহে। করোনা সংক্রমণে যখন রাজ্য সংকটের মুখে দাঁড়িয়ে, তখন নার্সদের গণইস্তফা নতুন করে সমস্যার তৈরি করল।

১৮৫ নার্স ফিরে যাচ্ছেন মণিপুর! করোনার আবহে মহাসংকটে বাংলার স্বাস্থ্যব্যবস্থা

মণিপুরের নার্সরা বাংলার বিভিন্ন হাসপাতালে কর্মরত ছিলেনও। কিন্তু শুক্রবার করোনা পরিস্থিতির মধ্যে মণিপুর সরকার তাঁদের ফিরে যাওয়ার বার্তা দেয়। সেই কারণে এদিন থেকেই গণইস্তফার হিড়িক পড়ে যায়। অ্যাপোলা-সহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে নার্সরা কাজ ছেড়ে দিতে শুরু করেন।

শুক্রবারই অনেক নার্স পাড়ি দিয়েছেন মণিপুরের উদ্দেশ্যে। কলকাতা থেকে ইম্ফলগামী বাসে তাঁরা নিজের রাজ্যে ফিরে যাচ্ছেন। তাঁদের ফিরে যাওয়ার বাংলার বহু হাসপাতালে নার্সের অভাব বোধ হতে শুরু করেছে। এই পরিস্থিতিতে নার্সের অভাব কীভাবে সামলাবে রাজ্য, তা মস্ত বড় চ্যালেঞ্জ।

বেসরকারি হাসপাতালের তরফেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অনেক হাসপাতালে চিকিৎসক-নার্সরা কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন। ফলে বন্ধ আছে হাসপাতালের একাংশ। তারপর মণিপুরের নার্সরা ফিরে যাওয়ায় সংকট বড় আকার নেবে। এখন রাজ্য কী অবস্থান নেয়, সেটাই দেখার।

‌অনলাইনে টিকিট কিনতে না পেরে পায়ে হেঁটেই বাড়ির পথে দিল্লির পরিযায়ী শ্রমিকরা‌অনলাইনে টিকিট কিনতে না পেরে পায়ে হেঁটেই বাড়ির পথে দিল্লির পরিযায়ী শ্রমিকরা

English summary
Bengal is in trouble for Manipur government decision to return nurse in Corona situation. 185 nurses decide to resignation from hospital of Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X