For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাত্রী সুবিধার্থে উত্তরবঙ্গে ৫০টি অতিরিক্ত বাস চালাবে রাজ্য সরকার

যাত্রী সুবিধার্থে উত্তরবঙ্গে ৫০টি অতিরিক্ত বাস চালাবে রাজ্য সরকার

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে অশান্তির জেরে রেলপথে উত্তর বঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন। বিশেষ করে মুর্শিদাবাদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত। বুধবার থেকে উত্তর বঙ্গ গামী বেশ কিছু ট্রেন চালানো হলেও তা পর্যাপ্ত নয়। এই অবস্থায় সড়কপথে বাস পরিবহণই একমাত্র ভরসা।

যাত্রী সুবিধার্থে উত্তরবঙ্গে ৫০টি অতিরিক্ত বাস চালাবে রাজ্য সরকার

কিন্তু এই সুযোগে বে সরকারী বাসগুলোতেও নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। তাই যাত্রী সুবিধার্থে আজ থেকে ৫০ টি অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

বহরমপুর ডিভিশন থেকে এই বাসগুলি চালানো হবে। জলঙ্গী, ফারাক্কা, মালদা, শিলিগুড়ি, জলপাইগুড়ি রুটে এই সমস্ত অতিরিক্ত বাস চালাবে উত্তরবঙ্গ পরিবহন নিগম। এছারাও যেখানে কলকাতা থেকে উত্তর বঙ্গোগামি প্রতিদিন ২৭ টি বাস চলে তা বাড়িয়ে ৩৪ টি করা হয়েছে।

শুধু যাত্রীদের জন্যই নই, মুর্শিদাবাদ জেলা থেকে প্রতিদিন অসংখ্য ছানা, চাঁচি এবং সবজি ব্যবসায়ী লালগোলা পসেঞ্জারে করে কলকাতায় আসেন। কিন্তু, ট্রেন না চলার কারণে তারা কলকাতায় আস্তে পারছেন না। তাদের সুবিধার্থে আজ মুর্শিদাবাদ থেকে ১০টি অতিরিক্ত ট্রাক চালাবে রাজ্য সরকার।

বিজেপি ১৯৮০ সালে জন্মালে ৭০, ৬০, ৫০-র হিসাব চায় কী করে, এনআরসি নিয়ে পাল্টা তোপ মমতারবিজেপি ১৯৮০ সালে জন্মালে ৭০, ৬০, ৫০-র হিসাব চায় কী করে, এনআরসি নিয়ে পাল্টা তোপ মমতার

English summary
Bengal govt to run extra bus for North Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X