For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পড়ুয়াদের পিঠের বোঝা কমাতে স্কুলে স্কুলে অভিনব উদ্যোগ রাজ্যের

একরত্তি শিশুদের স্কুল ব্যাগের মাত্রাতিরিক্ত বোঝা কমাতে এবার নতুন উদ্যোগ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

  • |
Google Oneindia Bengali News

একরত্তি শিশুদের স্কুল ব্যাগের মাত্রাতিরিক্ত বোঝা কমাতে এবার নতুন উদ্যোগ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রতিটি স্কুলে প্রতিটি ছাত্রের জন্য লকারের ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। এর ফলে প্রতিদিন অনেক খাতা-বইয়ের বোঝা টেনে পড়ুয়াদের স্কুলে আসতে হবে না।

পড়ুয়াদের পিঠের বোঝা কমাতে স্কুলে স্কুলে অভিনব উদ্যোগ রাজ্যের

এই প্রস্তাবকে সাদরে গ্রহণ করেছে রাজ্য সরকার। ফলে বাড়ি থেকে স্কুল বা স্কু থেকে বাড়ি অনেক স্বাচ্ছন্দ্যে ফিরতে পারবে ছোট ছাত্রছাত্রীরা। রাজ্যের প্রতিটি সরকারি স্কুলে এই সুবিধা ছাত্রছাত্রীরা পেতে চলেছে। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলেও একই সুবিধা মিলবে।

জানা গিয়েছে, প্রথম দফায় প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য লকার তৈরি হবে। পরের ধাপে নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য লকার তৈরি হবে। সবমিলিয়ে পঞ্চাশ হাজার প্রাথমিক স্কুল ও ১৪ হাজার মাধ্যমিক স্কুলে লকারের সুবিধা মিলবে।

প্রতিটি ক্লাসরুমের ভিতরেই লকারগুলি বসানো থাকবে। যেখানে জায়গা থাকবে না, সেখানে বাইরে বসবে। এজন্য সরকারের টাকাও বরাদ্দ করা হয়ে গিয়েছে বলে খবর।

প্রতিটি লকারে ছাত্রছাত্রীদের নাম থাকবে। নিজের ইচ্ছেমতো ছাত্রছাত্রীরা লকারে বই, খাতা রাখতে বা বাড়ি নিয়ে যেতে পারবে। এছাড়া পেন, পেনসিল, জলের বোতল, শুকনো খাবার, স্কুলের পিটি ড্রেসও লকারে রাখা যাবে বলে নিয়ম করা হয়েছে।

English summary
Bengal govt to install lockers in every schools in State for students
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X