ক্রেতা সুরক্ষা মামলার দ্রুত নিষ্পত্তিতে উদ্যোগী হল রাজ্য
ক্রেতা সুরক্ষা সম্পর্কিত মামলাগুলি সহজে নিষ্পত্তি করতে বিশেষ উদ্যোগী রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তর। সেই লক্ষ্য নিয়ে রাজ্যে বাড়ানো হয়েছে ক্রেতা সুরক্ষা আদালত। সেইসঙ্গে ন্যাশনাল কমিশনও স্থায়ী ভাবে যাতে রাজ্যে আদালতের ব্যবস্থা করতে পারে তারও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ক্রেতা সুরক্ষা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানিয়েছেন রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে। তিনি বলেন, এখন থেকে শিয়ালদায় কোর্টেও ক্রেতা সুরক্ষা সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তি করা যাবে। ন্যাশনাল কমিশন আগামী ৬ জানুয়ারী কলকাতায় আসছে বলে জানান তিনি। মন্ত্রী আরো বলেন, ক্রেতা সুরক্ষা সংক্রান্ত সমস্ত অভিযোগের নথিভুক্ত আসানসোল ও শিলিগুড়িতেও করা যাবে সেখানকার সার্কিট বেঞ্চে।
রাজারহাটে ক্রেতা সুরক্ষা ভবনে একটা কোর্ট চলছে।
ন্যাশনাল কমিশন চাইলে ওই ভবনে তাদের ব্যাবস্থা করে দেওয়া হবে বলে জানান সাধন পান্ডে। উল্লেখ্য, ক্রেতা সুরক্ষা দপ্তরের অধীনস্থ ৩০ টা রিজিউনাল অফিস রয়েছে রাজ্যে। আরও ১০ টা সাব রিজিউনাল অফিস করা হবে বলে এদিন ঘোষণা করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে।