For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য সরকারি কর্মচারীরা তৃণমূল কংগ্রেস নয় বিজেপির সঙ্গেই রয়েছেন, প্রমাণ দিল উপনির্বাচনের ফল

রাজ্যের সরকারি কর্মচারীরা যে বর্তমান রাজ্য সরকারের সঙ্গে নেই তা ফের একবার প্রমাণিত হয়ে গেল।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের সরকারি কর্মচারীরা যে বর্তমান রাজ্য সরকারের সঙ্গে নেই তা ফের একবার প্রমাণিত হয়ে গেল। বেতন সহ নানা দাবিদাওয়া ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর অনেক ক্ষোভ রয়েছে সরকারি কর্মচারীদের। তা নিয়ে নানা আন্দোলন-বিক্ষোভও হয়েছে। সম্প্রতি রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ও বেতন বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার। কিন্তু তা খুশি করতে পারেনি রাজ্য সরকারি কর্মীদের। তারই প্রমাণ ফের পাওয়া গেল তিন কেন্দ্রের উপনির্বাচনের ফলে। পোস্টাল ব্যালটে তৃণমূল কংগ্রেসকে নয়, সিংহভাগ ভোট পড়ল বিজেপির খাতায়।

খড়্গপুরের ফল

খড়্গপুরের ফল

খড়্গপুরে তৃণমূল প্রার্থী জিতেছেন ২০ হাজার ৮৫৩ ভোটে। অথচ তিনি ভোট পোস্টাল ভোট পেয়েছেন মাত্র ৪টি। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী প্রেমচন্দ্র ঝা পেয়েছেন ২৭টি ভোট। কংগ্রেস প্রার্থী পেয়েছেন ২টি ভোট।

 কালিয়াগঞ্জের ফল

কালিয়াগঞ্জের ফল

কালিয়াগঞ্জে জয়ী তৃণমূলের তপন দেব সিনহা পেয়েছেন ১১টি ভোট। বিজেপির কমল চন্দ্র সরকার পেয়েছেন ১৫টি ভোট। কংগ্রেস প্রার্থী ধীতশ্রী রায় পেয়েছেন ৩টি ভোট।

করিমপুরের ফল

করিমপুরের ফল

করিমপুরে যেখানে বিজেপি সবচেয়ে বেশি ভোটে হেরেছে সেখানেও তৃণমূলের জয়ী প্রার্থী বিমলেন্দু সিনহা রায়কে ছাপিয়ে গিয়েছেন বিজেপির জয়প্রকাশ মজুমদার। তিনি পেয়েছেন ৫৮টি ভোট। বিমলেন্দু পেয়েছেন মাত্র ১২টি ভোট।

অমিত শাহই জিতিয়ে দিলেন মমতাকে! উপনির্বাচনে তৃণমূলের বড় জয়ে উঠছে প্রশ্নঅমিত শাহই জিতিয়ে দিলেন মমতাকে! উপনির্বাচনে তৃণমূলের বড় জয়ে উঠছে প্রশ্ন

English summary
Bengal govt employees are with BJP not TMC govt, proves Bypoll result
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X