For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে ব্রজ্রপাতে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের

বিহারে ব্রজ্রপাতে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

বিহারে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের বজ্রপাতে মৃত্যুর ঘটনায় মৃত ও জখম পরিবারদেরকে আট লাখ টাকা আর্থিক সাহায্য করলো তৃণমূল কংগ্রেস l সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে সোমবার এই আর্থিক সাহায্য ওই পরিবারগুলির হাতে তুলে দেন রাজ্যের শিশু ও কল্যাণ এবং সমাজ কল্যাণ বিভাগের মন্ত্রী শশী পাঁজা ও তৃণমূল কংগ্রেসের সাংস্কৃতিক শাখার প্রধান তথা বিধায়ক রাজ চক্রবর্তী।

বিহারে ব্রজ্রপাতে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের

এদিন তাঁদের সঙ্গে ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি তথা দলের কো-অর্ডিনেটর সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূল সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা-সংস্কৃতি-তথ্য-ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু, জেলা যুব সভাপতি তথা বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো প্রমুখl পুরুলিয়ার বলরামপুরের পারকিডি গ্রামের বানজারা সম্প্রদায়ের চার পরিযায়ী শ্রমিক গত শুক্রবার বিহারের পাটনার ফতুয়াতে বজ্রপাতে মারা যান। জখম হন দু'জন । রবিবার তাদের মৃতদেহ আসে গ্রামে ।ওই গ্রামের বাসিন্দা মৃত বাবা ও ছেলে যথাক্রমে যমুনা সিং(৪৫), কানাইয়া সিং (১৮)-র পরিবারের হাতে তিন লক্ষ টাকা তুলে দেওয়া হয় । মৃত কৌশল দেবীর (২৮) পরিবারকে দু'লক্ষ টাকা দেওয়া হয়েছে ।

Recommended Video

বজ্রপাতে মৃত্যুর ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য তৃণমূলের | Oneindia Bengali

তিনি অন্তঃসত্ত্বা ছিলেন । একইভাবে মৃত সরস্বতী সিং (১০)-র পরিবারকে আড়াই লক্ষ টাকা তুলে দেওয়া হয় । কারন তার মা মালা সিংহ জখম হয়ে বলরামপুরের বাঁশগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। তার শরীরের একটা অংশ অবশ হয়ে গিয়েছে । ওই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন জখম ভোলা সিংহ নামে এক কিশোরও । তার দু'চোখ ঝাপসা হয়ে গিয়েছে । তার পরিবারের হাতে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়l শাসক দলের তরফে এই আর্থিক সাহায্য ছাড়াও রাজ্য সরকারের দু'লক্ষ টাকা করে চেকও তাদের হাতে তুলে দেবে পুরুলিয়া জেলা প্রশাসন । এদিন মন্ত্রী শশী পাঁজা বলেন, " বিহারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে l কিন্তু ওই সরকারের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি । কিন্তু আমাদের দল, সরকার মানবিকতার পরিচয় দিয়ে আমাদেরকে এখানে পাঠিয়েছে । আমাদের সঙ্গে দলের জেলা নেতৃত্ব ও জনপ্রতিনিধিরাও রয়েছেন l আমরা দলের তরফে আর্থিক সাহায্য তুলে দিলাম । এর পরেই পরিবারগুলি রাজ্য সরকারের তরফেও আর্থিক সহায়তা পাবে ।" তৃণমূল কংগ্রেসের সাংস্কৃতিক শাখার প্রধান তথা বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, " এই পরিবারগুলির পাশে আমাদের দল ও সরকার রয়েছে । তাদের যাতে কোনো সমস্যা না হয় তা দেখা হচ্ছে ।"

দমদমের এক মডেলের একাউন্ট থেকে টাকা গায়েব হওয়ার অভিযোগদমদমের এক মডেলের একাউন্ট থেকে টাকা গায়েব হওয়ার অভিযোগ

English summary
Bengal government help money to migrate labour family who died in Thundering at Bihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X