For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাপের সঙ্গে সেলফি! ফরেস্ট রেঞ্জারের সঙ্গে ঘটল এই ঘটনা, দেখুন ভিডিও

সাপ এমনই এক জীব, যাচরম সাহসীকেও বিপদে ফলতে সময় নেয়না! এমন কথা প্রায়ই শোনা যায়। তবে জলপাইগুড়ির বইকুণ্ঠপুরের ফরেস্ট রেঞ্জার সঞ্জয় দত্ত এই বেদবাক্যের সত্যতা হাড়ে হাড়ে টের পেলেন।

Google Oneindia Bengali News

সাপ এমনই এক জীব, যাচরম সাহসীকেও বিপদে ফলতে সময় নেয়না! এমন কথা প্রায়ই শোনা যায়। তবে জলপাইগুড়ির বইকুণ্ঠপুরের ফরেস্ট রেঞ্জার সঞ্জয় দত্ত এই বেদবাক্যের সত্যতা হাড়ে হাড়ে টের পেলেন। এই দাপুচে ফরেস্ট রেঞ্জার পাইথন-কে জড়িয়ে ছবি তোলার পোজ দিচ্ছিলেন, আর এমন সময়েই বেঁকে বসে বিষাক্ত সরীসৃপটি।

সাপের সঙ্গে সেলফি! ফরেস্ট রেঞ্জারের সঙ্গে ঘটল এই ঘটনা

পাইথন ধরা পড়ার পর থেকে জলপাইগুড়ির বইকুণ্ঠপুরে হইচই পড়ে গিয়েছিল। শোরগোল পড়ে যায় এলাকায়। সাপকে ততক্ষণে কাঁধে নিয়ে জনসমক্ষে দাঁড়িয়েছেন। স্থানীয় জনতার ভিড়ের মধ্যে তিনিই তখন 'নায়ক'। কাঁধে সাপ নিয়ে চলছে সেলফি তোলার হিড়িক। সাপকে নিয়ে খোশ মেজাজে পোজ দিচ্ছিলেন ফরেস্ট রেঞ্ডার। এমন সময়ে বিগড়ে গেল সাপের মেজাজ। ক্রমেই ফরেস্ট রেঞ্জারের গলা পেঁচিয়ে ধরেত শুরু করে ঠাণ্ডা এই সরীসৃপ।

মূলত জনবসতি পূর্ণ এলাকায় সাপ ধরা পড়লে, সেখান থেকে সাপটিকে ধরে নিয়ে যায় বনদফতর। পরে বনজঙ্গলে তাকে ছেড়ে দেওয়া হয়। সাপটিকে ধরে নিয়ে যাওয়ারও কিছু নিয়ম রয়েছে। একটি স্যাকের মধ্যে তাকে ভরতে হয়। কিন্তু সেলফির মোহ ছাড়তে না পারায় , সাপকে কাঁধে নিয়েই ফটো তুলতে ব্যস্ত হয়ে যান ফরেস্ট রেঞ্জার সঞ্জয় দত্ত। আর সেই সময়েই পাইথন চেপে বসে ফরেস্ট রেঞ্জারের গলা। এমন সময়ে বাকি বনকর্মীরা এসে ফরেস্ট রেঞ্জার সঞ্জয় দত্তরে বাঁচানোর ব্যবস্থা করেন। ফরেস্ট রেঞ্জার নির্দেশ দিতে থাকেন সাপের লেজটিকে ধরতে। তবে সাহসী এই রেঞ্জার এতকিছু সত্ত্বেও সাপের একবারের জন্যও সাপের গলা চেপে ধরার নির্দেশ দেননি।

English summary
Bengal forest ranger almost strangled while clicking selfie with python
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X