For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় বুথের গতিবিধি নিয়ন্ত্রণ করবে বুথ অ্যাপ

  • |
Google Oneindia Bengali News

বুথের গতিবিধি নিয়ন্ত্রণ করবে বুথ অ্যাপ। কমিশন সূত্রে খবর, আজ নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তি দপ্তরের নোডাল অফিসাররা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দের সাথে এক বৈঠকে বসেন। সেখানে আলোচনা হয় যে পুরনো যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলি সংশোধন করে ভোটে ব্যবহার করা এবং তার সাথে রাজ্যে নির্বাচনে প্রথম ব্যবহৃত বুথ অ্যাপ কে ব্যবহার করা নিয়েও আলোচনা করা হয়।

বাংলায় বুথের গতিবিধি নিয়ন্ত্রণ করবে বুথ অ্যাপ

রাজ্যের এবছরের মোট বুথের সংখ্যা ১০১৯১৬। সূত্র মারফত জানা যায় সিদ্ধান্ত হয়েছে তারমধ্যে যে সমস্ত বুথে ইন্টারনেট পরিষেবা সবচেয়ে ভালো সেই সমস্ত বুথে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে দেখা গেছে মোট বুথের মাত্র ১০% বুথে ইন্টারনেট পরিসেবা ভাল রয়েছে।

উল্লেখ্য উত্তর প্রদেশ ,মহারাষ্ট্রের পর এবার বাংলায় ব্যবহার হচ্ছে বুথ অ্যাপ। ভুয়ো ভোটার কে খুঁজে দেবে এই বিশেষ অ্যাপ্লিকেশন । নিয়মানুযায়ী ভোট দেবার সময় প্রিসাইডিং অফিসারকে ম্যানুয়ালি নাম খুঁজে নিয়ে সঠিক ভোটদাতাকে বেছে নিতে হয় এবং প্রতি দু'ঘন্টা অন্তর রিপোর্ট পাঠাতে হয় কমিশনকে। এবার সেই কাজই করবে এই বিশেষ অ্যাপ ।

ভুল এন্ট্রি এবং ম্যানুয়াল এন্ট্রিগুলির কারণে একাধিক ত্রুটি থাকে বুথে ভোট দানের সময়ে। সেই ত্রুটি দূর হবে এর মাধ্যমে। মোট কতজন ভোট দিলেন তার নির্ভূল তালিকা তুলে দেওয়া। বুথের প্রত্যেকটি খবর কমিশনে পোঁছে দেবে এই অ্যাপ।

English summary
Bengal Election: Booth app to be installed during voting days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X