For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় পরপর আসছেন যোগী, স্মৃতিরা! প্রকাশ্যে বিজেপি হেভিওয়েটদের সফরসূচি

Google Oneindia Bengali News

২০২১ বিধানসভা নির্বাচনে বাংলায় হেভিওয়েট প্রচারে নামছে বিজেপি। পরপর রাজ্যে প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি, শাহনওয়াজ হুসেনের মতো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ আগামী ১৬ মার্চ আসছেন যোগী আদিত্যনাথ, ১৪ মার্চ স্মৃতি ইরানি ও শাহনওয়াজ হোসেন এবং ১৩ মার্চ আসছেন মনোজ তিওয়ারি।

১৬ মার্চ পুরুলিয়ায় আসছেন যোগী

১৬ মার্চ পুরুলিয়ায় আসছেন যোগী

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ১৬ মার্চ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরুলিয়ার বলরামপুর কলেজ মাঠে জনসভা করবেন। এরপর তিনি হেলিকপ্টারে যাবেন রায়পুর সবুজ সংঘের মাঠে৷ সেখানেও নির্বাচনী জনসভা রয়েছে তাঁর। এরপর পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেডিয়ামে জনসভায় যোগ দেবেন যোগী আদিত্যনাথ। বঙ্গ বিজেপি নেতৃত্ব যোগী আদিত্যনাথকে স্টার ক্যাম্পেনার হিসেবে চিহ্নিত করেছে।

মানবাজারে আসছেন স্মৃতি ইরানি

মানবাজারে আসছেন স্মৃতি ইরানি

আদিত্যনাথের সফরের আগে ১৪ মার্চ স্মৃতি ইরানি ফকির ডাঙা মানবাজার মাঠে জনসভা করবেন। এরপর কাঁথি উত্তরের বিজেপি বিধায়কের সমর্থনে জনসভায় অংশ নেবেন। ওই একই দিনে রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মন্ত্রী শাহনওয়াজ হোসেন ৷ তমলুকে রাজনৈতিক জনসভা করবেন তিনি। বিজেপি প্রার্থীদের হয়ে চালাবেন নির্বাচনী প্রচার। শেষে মেদিনীপুর পশ্চিম খড়গপুর বিধানসভা কেন্দ্রে প্রচার করবেন শাহনওয়াজ হুসেন।

আসছেন মনোজ তিওয়ারিও

আসছেন মনোজ তিওয়ারিও

এর আগের দিন ১৩ মার্চ মনোজ তিওয়ারি প্রথমে পুরুলিয়ার গোরাবাজার হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। পুরুলিয়ার বড় বাজার এলাকায় সভা করবেন তিনি। খড়গপুর বিধানসভা কেন্দ্রেও রাজনৈতিক জনসভায় অংশ নেবেন তিনি।

প্রচারে ঘন ঘন বাংলা সফরে কেন্দ্রীয় নেতৃত্ব

প্রচারে ঘন ঘন বাংলা সফরে কেন্দ্রীয় নেতৃত্ব

বিধানসভা নির্বাচনের প্রচারে ঘন ঘন বাংলা সফরে অভ্যস্ত হয়ে উঠেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা৷ ভোট এগিয়ে আসতেই সেই ধারায় আরও জোয়ার এনে পরপর যোগী-স্মৃতিদের মতো নেতাদের রাজ্যে এনে প্রচারে ঝড় তুলতে মরিয়া গেরুয়া শিবির৷ তবে শীর্ষ নেতৃত্বের এই মুহুর্মুহু সফর কতটা কাজে তেবে তা জানা যাবে ২ মে।

<strong>পুরুলিয়ার ৭টি আসনের কোথায় এগিয়ে কোন ফুল, ভোটের আগে একনজরে পরিসংখ্যান</strong>পুরুলিয়ার ৭টি আসনের কোথায় এগিয়ে কোন ফুল, ভোটের আগে একনজরে পরিসংখ্যান

English summary
Bengal Election: BJP heavyweights Yogi Adityanath, Smriti Irani to visit Bengal as star campaigner
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X