For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একদিকে বজরং দলের হুঁশিয়ারি, অন্যদিকে তৃণমূলের জনসংযোগ! সরস্বতী পুজোতেও ভোটের আঁচ

Google Oneindia Bengali News

সরস্বতী পুজোর দিন উত্তরপাড়াজুড়ে বজরং দলের হুমকি পোস্টার। পোস্টারে লেখা বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো আরাধনা করার দিন। তাই এইদিনে পাশ্চাত্য সংস্কৃতির ব্যবহার করে নষ্ট না করার নিদান দিল বজরং দল। কেউ জুটি হিসেবে ঘুরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে পোস্টারে।

'বজরং দল বিজেপির কোন শাখা সংগঠন নয়'

'বজরং দল বিজেপির কোন শাখা সংগঠন নয়'

যদিও বিজেপির তরফে বলা হয়েছে, 'বজরং দল বিজেপির কোন শাখা সংগঠন নয় তারা একটি স্বাধীন দল। তবে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে আমরা এটাকে মানি না এটা সত্য। স্কুলের ছাত্রছাত্রীরা আনন্দ করে ঘুরে বেড়ায় পূজা করে সব ঠিক আছে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে হিসেবে এটা কি আমরা মানতে পারিনা। যদিও এই পোস্টারের দায়িত্ব বিজেপির নয় বজরং দলেরই।'

পাল্টা তোপ তৃণমূলের

পাল্টা তোপ তৃণমূলের

অবশ্য বজরং দলের দাবি, এই পোস্টার তাদের তরফে দেওয়া হয়নি। কেউ তাদের নাম খারাপ করতেই এই কাজ করেছে। এদিকে তৃমমূলের তরফে জানানো হয়েছে, 'বজরং দল আর বিজেপি একই। বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তাদেরকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে হুমকি দেওয়া হচ্ছে। এধরনের কোনও জিনিস বরদাস্ত করা হবে না।'

তৃণমূলের ছাত্রনেতাদের জনসংযোগ

তৃণমূলের ছাত্রনেতাদের জনসংযোগ

এদিকে সারা বছরই কোনও না কোনও কাজে ব্যস্ত থাকেন তৃণমূলের ছাত্রনেতারা। আলাদা করে জনসংযোগের জন্য সরস্বতী পুজোর দিনকে তাই বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। জনসংযোগ চলতে থাকে বছরভর৷ তবে চলতি বছরের বিধানসভা নির্বাচন ৷ তাই এবছর সরস্বতী পুজো কেউ হাতছাড়া করতে চান না । সরস্বতী পুজোর দিন জনসংযোগ বাড়ানোয় বাড়তি নজর ছিল তৃণমূল ছাত্র পরিষদের উপর৷

সরস্বতী পুজো পালন করেন বর্ষীয়ান নেতারাও

সরস্বতী পুজো পালন করেন বর্ষীয়ান নেতারাও

রাজ্যের শাসকদলের নেতা এবং মন্ত্রীরা সকাল থেকেই সরস্বতী পুজোকে সামনে রেখে জনসংযোগে নেমেছেন। এদিন রাজারহাট-গোপালপুর এলাকার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী পূর্ণেন্দু বসু। সকালে একটি পুজোমণ্ডপে হাজির হয়ে এক খুদেকে মন্ত্র পড়িয়ে অঞ্জলিতে সাহায্য করেন মন্ত্রী। একইভাবে তৃণমূল সাংসদ দোলা সেনও এদিন মাতৃ আরাধনায় লিপ্ত হন।

English summary
Bengal Election: Bajrang Dal poster on Saraswati puja being Bengali's Valentines day, TMC snubs back
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X