For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজবংশী মন পেতে শাহি সভাতে 'মহারাজ', নারায়ণী রেজিমেন্টের ঘোষণা ঘিরে জল্পনা

Google Oneindia Bengali News

আগামীকাল, অর্থাৎ ১১ ফেব্রুয়ারি কোচবিহারে অমিত শাহের সভা থেকে নারায়ণী রেজিমেন্ট ঘোষণা হতে পারে। মঙ্গলবার কোচবিহারে এমনটা বললেন স্থানীয় বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। তিনি বলেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে আশা করছি বৃহস্পতিবারের সভা থেকে নারায়ণী রেজিমেন্টের ঘোষণা হতে পারে। এটা আমাদের দীর্ঘদিনের দাবি।'

রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব কোচবিহারে

রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব কোচবিহারে

কোচবিহার রাজবাড়ি ক্যাম্পাসে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি কোচবিহারে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব অনুষ্ঠিত হবে। কোচবিহার রাজবাড়ি ক্যাম্পাসে এই অনুষ্ঠানে হবে। এতদিন দেশের বিভিন্ন বড় বড় শহরে এই উৎসব অনুষ্ঠিত হত। এই প্রথমে কোচবিহারে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। কোচবিহারের পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হবে।

অমিত শাহের সভায় উপস্থিত থাকতে পারেন অনন্ত রায়

অমিত শাহের সভায় উপস্থিত থাকতে পারেন অনন্ত রায়

এদিকে কোচবিহারে বিজেপির রথযাত্রার সূচনায় অমিত শাহের সভায় উপস্থিত থাকতে পারেন পুলিশের খাতায় ফেরার গ্রেটার নেতা অনন্ত রায়। কোচবিহার জেলা বিজেপি সূত্রে এমনটাই জানানো হয়েছে। কোচবিহার রাসমেলার মাঠে অনুষ্ঠিত হবে ওই সভা৷ বিজেপি সূত্রে খবর, ওই সভায় উপস্থিত থাকার জন্য অনন্ত রায়কে আমন্ত্রণ জানানো হবে৷ আর এতেই শোরগোল পড়ে গিয়েছে কোচবিহার জেলা রাজনৈতিক মহলে।

অমিত শাহের সভায় কোচবিহারের অনেককেই আমন্ত্রণ জানানো হবে

অমিত শাহের সভায় কোচবিহারের অনেককেই আমন্ত্রণ জানানো হবে

বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, 'অমিত শাহের সভায় কোচবিহারের অনেককেই আমন্ত্রণ জানানো হবে। গ্রেটার নেতা অনন্ত রায়কেও আমন্ত্রণ জানানো হবে।' বহু আগে পৃথক কোচবিহার রাজ্যের দাবিকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে কোচবিহার। পরবর্তীতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশ একাধিক ভাগে বিভক্ত হয়ে পড়ে। তাদের একটি অংশ অনন্ত রায়ের নেতৃত্বে পৃথক কোচবিহার রাজ্যের দাবি জানিয়ে আসছে।

অনুগামীদের কাছে 'মহারাজ' নামে পরিচিত অনন্ত রায়

অনুগামীদের কাছে 'মহারাজ' নামে পরিচিত অনন্ত রায়

এই অনন্ত রায় তাঁর অনুগামীদের কাছে 'মহারাজ' নামে পরিচিত। রাজবাড়ির আদলে কোচবিহারে তাঁর একটি বাড়িও রয়েছে। তবে তিনি বর্তমানে অসমে বিজেপির ছত্রছায়ায় রয়েছেন বলে সূত্রের খবর। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশের খাতায় তিনি এখনও 'ফেরার'।

English summary
Bengal Election: Ananta Rai might attend Amit Shah's Rally, Narayani Regiment announcement possible
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X