For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরষের মধ্যে ভূত, রাজ্যে পুলিশ কী করবে? জাকির কাণ্ডে এবার সিবিআই তদন্তের দাবি অধীরের

Google Oneindia Bengali News

'সরষের মধ্যে ভূত থাকলে রাজ্যের পুলিশ কী করবে? আমার মতো এখনই জাকির হোসেনের উপর হামলার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়া উচিত।' মন্তব্য অধীর চৌধুরীর৷ অধীর আরও বলেন, 'দু'দিন হয়ে গেলেও কে বা কারা হত্যার ছক কষেছিল বার করতে পারেনি পুলিশ। জাকির হোসেন ফের নির্বাচনে লড়ুক অনেকেই চাইছিলেন না।'

এর আগে এনআইএ তদন্তের দাবি তুলেছিলেন অধীর চৌধুরী

এর আগে এনআইএ তদন্তের দাবি তুলেছিলেন অধীর চৌধুরী

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার এই মামলায় এনআইএ তদন্তের দাবি তুলেছিলেন অধীর চৌধুরী। জাকিরকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অধীর চৌধুরী। এদিকে অধীরের হাসপালাতালে যাওয়া নিয়েও বিতর্ক বেঁধেছিল। প্রথম তাঁকে হাসপাতালের গেটে আটকে দেওয়া হলেও পরে পুলিশের সঙ্গে কথা বলে তিনি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ভিতরে যান।

ঘটনার তীব্র নিন্দা করেন অধীর চৌধুরী

ঘটনার তীব্র নিন্দা করেন অধীর চৌধুরী

হাসপাতাল থেকে বেরিয়ে গতরাতে ঘটনার তীব্র নিন্দা করেন অধীর চৌধুরী। হাসপাতালের ভিতরে তাঁকে জাকির হোসেনের সঙ্গে একটুও কথা বলতে দেওয়া হয়নি বলেও ক্ষোভপ্রকাশ করেন। তিনি বলেন, 'এই রাজ্যে শুধু মুখ্যমন্ত্রীর ক্ষমতা রয়েছে। তিনি আহতদের দেখতে পারবেন। আর কারও ক্ষমতা নেই।' পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন রিমোট কন্ট্রোল দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে ফলে অবশ্যই এই নিয়ে তদন্ত করানো উচিত।

অমিত শাহকে কটাক্ষ ফিরহাদের

অমিত শাহকে কটাক্ষ ফিরহাদের

এদিকে জাকিরের উপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে মন্তব্য করেন, সরকার নিজের দলের মন্ত্রীদের সুরক্ষা দিতে পারে না তাঁরা সাধারণ মানুষকে কী সুরক্ষা দেবে। অমিত শাহ এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেন ফিরহাদ হাকিম। অমিত শাহের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা প্রশ্ন তুলেছেন তিনি।

অমিত শাহের ট্র্যাক-রেকর্ড তুলে ধরলেন ফিরহাদ

অমিত শাহের ট্র্যাক-রেকর্ড তুলে ধরলেন ফিরহাদ

রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন,'অমিত শাহ যখন গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় গুজরাতে দাঙ্গা হয়েছিল, সাংসদকে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল। আবার যখন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন অমিত শাহ ঠিক তখনই দিল্লির বুকে দাঙ্গা হয়ে ৫২ জন মারা যায়। তাতে অমিত শাহ কী বলবেন।'

English summary
Bengal Election: Adhir Chowdhury demands CBI probe into Zakir Hussain incident in Nimitita station
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X