For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এভাবে তো মুশকিল, ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই বিরক্তি প্রকাশ সৌগত রায়ের

Google Oneindia Bengali News

এত দফায় তো ভোট হওয়ার কোনও প্রয়োজন ছিল না। এদিন বাংলার ভোটের নিদক্ষণ ঘোষণা হতেই বিরক্তি প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়। প্রসঙ্গত, বাংলায় ৮ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলায় প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে ২৭ মার্চ। শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। এদিকে তামিলনাড়ুতে ২৩৪টি আসনে নির্বাচন হবে ১ দফাতেই। সেখানে বাংলার ২৯৪ আসনে এত দফায় নির্বাচন হওয়াতে অখুশি সৌগত রায়।

এভাবে ভোটারদের অসুবিধা হবে

এভাবে ভোটারদের অসুবিধা হবে

সৌগত রায় এদিন ভোট ঘোষণা হওয়ার পর বলেন, 'এভাবে ভোটারদের অসুবিধা হবে। রাজনৈতিক দলগুলির অসুবিধা হবে। আমাদের মুখ্যমন্ত্রী যেখানে বলেছিলেন যে আমাদের রাজ্যে যত সম্ভব কম দফাতেই ভোট হওয়া উচিত। তাও নির্বাচন কমিশন যদি তা মনে করে, তাহলে কিছু করার নেই। এখন ওদের কাছেই ক্ষমতা।'

বিধানসভা নির্বাচন হবে আট দফায়

বিধানসভা নির্বাচন হবে আট দফায়

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচন হবে আট দফায়। শুরু ২৭ মার্চ থেকে। ফলপ্রকাশ ২ মে। রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিযুক্ত হলেন বিহারের প্রাক্তন সিইও অজয় নায়েক প্রাক্তন। থাকছেন দুই বিশেষ পুলিশ পর্যবেক্ষক মৃণালকান্তি দাস ও বিবেক দুবে। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার মতে অজয় নায়েক কমিশনের অন্যতম দক্ষ অফিসার। খরচ পর্যবেক্ষণের দায়িত্বে থাকছেন বি মুরলীকুমার।

জঙ্গলমহল থেকেই এবার শুরু হচ্ছে বাংলার ভোটযুদ্ধ

জঙ্গলমহল থেকেই এবার শুরু হচ্ছে বাংলার ভোটযুদ্ধ

জঙ্গলমহল থেকেই এবার শুরু হচ্ছে বাংলার ভোটযুদ্ধ। ২৭ মার্চ পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন। আট দফায় নেওয়া হবে ভোট। দ্বিতীয় দফা ১ এপ্রিল, তৃতীয় দফা ৬ এপ্রিল, চতুর্থ দফা ১০ এপ্রিল, পঞ্চম দফা ১৭ এপ্রিল, ষষ্ঠ দফা ২২ এপ্রিল, সপ্তম দফা ২৬ এপ্রিল এবং অষ্টম দফার ভোট হবে ২৯ এপ্রিল।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাড়ানো হল বুথ

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাড়ানো হল বুথ

এবারে বুথের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। ১ লক্ষ ১ হাজার ৯১৬ টি বুথে এবার ভোট নেওয়া হবে। শতাংশের হিসেবে যা ৩১.৬৫ শতাংশ বেশি। পাশাপাশি, স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে ভোটের সময় নির্ধারণের বিষয় জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।

English summary
Bengal Election 2021: Sougata Roy snubs Election commission of India for conducting vote in 8 phases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X