For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা ছাড়াল মধ্যপ্রদেশকেও, করোনা আক্রান্তে সপ্তম স্থানে উঠে আসার দিনে রেকর্ড সুস্থ

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লাগাম লাগানো যাচ্ছে না কিছুতেই। একদিনে আক্রান্তের হারও বাড়ছে, বাড়ছে মৃতের সংখ্যা।

Google Oneindia Bengali News

করোনা আক্রান্তের সংখ্যায় বাংলা ছাড়িয়ে গেল মধ্যপ্রদেশকেও। এদিনও রেকর্ড বৃদ্ধি হল করোনা আক্রান্তে। একইসঙ্গে উঠে এল সপ্তমস্থানে। বাড়ছে মৃতের সংখ্যাও। শনিবার করোনা বুলেটিনে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত সর্বোচ্চ। তবে সেই উদ্বেগের সঙ্গে স্বস্তির খবর সুস্থও হয়েছেন রেকর্ডসংখ্যক।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে ৪৫৪ জন্। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১০,২৪৪। ৪৫৪ জন বেড়ে তা হয়েছে ১০,৬৯৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬৩। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১০,৬৯৮ জনের মধ্যে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ৫৬৯৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন রেকর্ডসংখ্যক ৩৩৬ জন। মোট করোনা মুক্ত হলেন ৪৫৪২ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৪২.৪৫ শতাংশ।

করোনায় মৃতের পরিসংখ্যান

করোনায় মৃতের পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের এই করোনা বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, করোনা আক্রান্ত হয়ে মোট ৪৬৩ জনের মৃত্যু হয়েছে। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। করোনা সংক্রমণে মৃত্যু আর কো-মর্বিলিটির মৃত্যু পৃথক করে দেখানো হয়নি পরিসংখ্যানে। স্বাস্থ্য বুলেটিনে কো মর্বিডিটি তত্ত্বটি তুলে দেওয়া হয়েছে হঠাৎ করেই।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৩ লক্ষ ২৪ হাজার ৭০৭ জনের। ৪৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৩৬০৮। এদিন টেস্টিং হয়েছে ৯০০৮ জনের।

কলকাতা সংক্রমণে প্রথম, জেলায় উদ্বেগ

কলকাতা সংক্রমণে প্রথম, জেলায় উদ্বেগ

উল্লেখ্য, আক্রান্তের হার কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৩৫১৪। এদিন ১৫৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে হাওড়া। হাওড়ায় আক্রান্ত ১৬৮২। এদিন আক্রান্ত হয়েছেন ৬২ জন। তারপর রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১৪৯৩ জন। একদিন আক্রান্ত হয়েছেন ৬৯ জন। তারপরের স্থানে রয়েছে হুগলি ৬৮৬ জন।

English summary
Bengal crosses Madhya Pradesh on Coronavirus affected and death toll on June 13. More 454 are affected and 12 more are died in corona virus infection today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X