For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘পদ চাই না, চাই মানুষের ভালোবাসা’! ২০১৯ লোকসভার অবস্থান স্পষ্ট করলেন মমতা

দিল্লি নয়, আমার নজর বাংলাতেই। আমি পদ চাই না। চাই মানুষের ভালোবাসা। চাই বাংলার ভালোবাসা। মঙ্গলবার পুরুলিয়ায় হিন্দিভাষীদের নিয়ে এক সম্মেলনে স্পষ্ট বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

দিল্লি নয়, আমার নজর বাংলাতেই। আমি পদ চাই না। চাই মানুষের ভালোবাসা। চাই বাংলার ভালোবাসা। মঙ্গলবার পুরুলিয়ায় হিন্দিভাষীদের নিয়ে এক সম্মেলনে স্পষ্ট বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আগামী দিনের লক্ষ্যও একইসঙ্গে স্থির করে দিলেন তিনি। ২০১৯-এর নির্বাচনেও তাঁপ অবস্থান স্পষ্ট হয়ে গেল, তাঁর এই বার্তায়।

পদের দৌড়ে তিনি নেই

পদের দৌড়ে তিনি নেই

২০১৯-এর নির্বাচনের প্রাক্কালে বারবার প্রধানমন্ত্রী পদপ্রার্থীর দৌড়ে বাংলার মুখ্যমন্ত্রীর নাম উঠেছে। প্রণব মুখোপাধ্যায় থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী থেকে রাহুল গান্ধী- এক কথায় তাঁর নাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে উত্থাপন করে গিয়েছেন। কিন্তু তিনি বরাবর বলে গিয়েছেন, আগে ভোট, পরে নেতা। এবার তিনি নিজেই স্পষ্ট করলেন পদ চাই না, চাই ভালোবাসা।

প্রধানমন্ত্রী নয় সন্তুষ্ট মুখ্যমন্ত্রিত্বে

প্রধানমন্ত্রী নয় সন্তুষ্ট মুখ্যমন্ত্রিত্বে

মমতা আবারও স্পষ্ট করেছেন, আমার নজর বাংলাতেই। আমার প্রধানমন্ত্রী পদের দিকে কোনও লক্ষ্য নেই। আমার একটাই লক্ষ্য মানুষের সেবা করা। আর তাঁদের কাছ থেকে ভালোবাসা পাওয়া। তবে সেইসঙ্গে তিনি একথাও বলেন, আমার এক চোখ যখন বাংলায় থাকে, অন্য চোখ থাকে রাজস্থান বা বিহারে।

আমার লড়াই মানুষের জন্য

আমার লড়াই মানুষের জন্য

এরপরই তিনি বিজেপিকে নিশানা করেন। বলেন কেন্দ্রের ক্ষমতার পরিবর্তন হলে মানুষ হাঁফ ছেড়ে বাঁচবে। তাই আমি লড়াই চালিয়ে যাচ্ছি। আমি এই লড়াই চালাচ্ছি মানুষের জন্য, পদের জন্য নয়। দিল্লি থেকে আমাকে অনেক বিপদে ফেলার চেষ্টা হচ্ছে, কিন্তু আমি তাতে ভীত নই। কারণ আমি জানি, আমার পাশে মানুষ আছেন।

বিজেপিকে নিয়ে ভবিষদ্বাণী

বিজেপিকে নিয়ে ভবিষদ্বাণী

একইসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন সাফ জানিয়ে দেন, রাজস্থানে বিজেপি হারতে চলেছে। আর মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়েও হাল খারাপ বিজেপির। ছত্তিশগড়ে ভোট হয়ে যাওয়ার পরও আগুন জ্বলছে। বিজেপি ওখানে একেবারেই ব্যর্থ। ১৫ বছরেও মাওবাদী সমস্যার সমাধান করতে পারেনি। আমরা কিন্তু ক্ষমতায় আসার দু-বছরের মধ্যেও মাওবাদী সমস্যার সমাধান করেছি।

দেশকে বিক্রি করছে বিজেপি

দেশকে বিক্রি করছে বিজেপি

বিজেপিকে নিশানা করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, দেশকে বিক্রি করার জন্য রাজনীতি নয়। দেশকে রক্ষা করাই রাজনীতিকের মূল কাজ। বিজেপির আমলে বহু মানুষ দেশ ছে়ড়ে চলে গিয়েছেন। বিজেপি দেশ চালাতে পারছে না। দেশের মানুষও ভয়ে ভয়ে থাকছেন সবসময়।

বিজেপিকে প্রতিশ্রুতি খোঁটা

বিজেপিকে প্রতিশ্রুতি খোঁটা

আমরা ভোটের আগে যা বলি, ভোটের পরও তাই করি। আমাদের দলে তারা নেই, যাঁরা ভোটের পর প্রতিশ্রুতির কথা ভুলে যায়। আমরা যে কথা দিয়ে মানুষের ভোট নিই, ভোটের সবার আগে চেষ্টা করে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে। কিন্তু আপনারা ভাবুন, বিজেপি কী প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছিল, আর এই সাড়ে চার বছরে তারা কী দিয়েছে।

English summary
Bengal CM Mamata Banerjee clears the stand of 2019 Loksabha Election. She doesn’t want to be PM, she wants love only,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X