For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খড়্গপুরে প্রেস্টিজ ফাইট, তৃণমূল জয় চাইছে, বিজেপি বলছে বাড়বে ব্যবধান

এবার খড়গপুর বিধানসভা উপনির্বাচন 'হাই ভোল্টেজ সিট'। বিজেপি চাইছে এই আসন ধরে রাখতে।

  • |
Google Oneindia Bengali News

এবার খড়গপুর বিধানসভা উপনির্বাচন 'হাই ভোল্টেজ সিট'। বিজেপি চাইছে এই আসন ধরে রাখতে। তাদের জয়ের ব্যবধান বাড়াতে। আর তৃণমূল কংগ্রেসের লক্ষ্য এই আসন ছিনিয়ে নিয়ে দিলীপ ঘোষকে ধাক্কা দিতে।

খড়্গপুরে প্রেস্টিজ ফাইট, তৃণমূল জয় চাইছে, বিজেপি বলছে বাড়বে ব্যবধান

বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস শুধু পুলিশ প্রশাসনের মদত পাচ্ছে তাই নয়, বহিরাগতদের নিয়ে এসে ভোটের সময় গন্ডগোল পাকাতে। বিজেপির হুমকি, যদি পুলিশ বা তৃণমূল কংগ্রেস কোনো ধরনের গন্ডগোল পাকাতে আসে তাহলে তাদের উপযুক্ত জবাব দিতে তৈরি বিজেপি।

বুধবার খড়্গপুর চলে এসেছেন দিলীপ ঘোষ। বিজেপি র রাজ্য সভাপতি জানান যে তিনি এই এলাকায় থাকবেন ভোট পর্যন্ত। "আমি এখানে চলে এসেছি। থাকব। মানুষ শান্তিতে, নিশ্চিন্ত মনে ভোট দিন। আমরা খবর পেয়েছি ভোটের সময় গন্ডগোল পাকাতে চাইছে তৃণমূল কংগ্রেসের লোকজন। তা করতে এলে ওদের উপযুক্ত জবাব দিতে তৈরি বিজেপি।"

আগের দিন শুভেন্দু অধিকারী বলেন যে এই মানুষ বিজেপি ও দিলীপ ঘোষকে টাটা বাই বাই করে দেবে।

এই দিন তার পাল্টা হিসেবে দিলীপ ঘোষ বলেন যে জঙ্গলমহলে ও উত্তরবঙ্গে মানুষ তাকে আগেই বাই বাই করে দিয়েছে, তাকে নাক খত দিয়ে দিয়েছে। এই বার খড়গপুরে ও তাই হবে।

দিলীপ ঘোষের দাবি খড়্গপুর বিজেপি র আছে বিজেপির থাকবে। আমি বিধানসভা নির্বাচনে ৬১ হাজার ভোট পেয়েছি, লোকসভা নির্বাচনের সময় পেয়েছি ৯৫ হাজার ভোট। এবার আমাদের প্রার্থী এক লক্ষ ভোট পেয়ে জিতবেন। আমি যেটা বলি সেটাই হয়।

English summary
Bengal bypolls : TMC wants Kharagpur, BJP says it will increase
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X