For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শহিদ মিনারের সভা থেকে পুরনির্বাচনের প্রচার কৌশলের সূচনা, নতুন অস্ত্রে শান অমিত শাহের

১ মার্চ শহিদ মিনারের সভা থেকে পুরনির্বাচনে বিজেপির প্রচার কৌশলের সূচনা করতে চলেছে অমিত শাহ। ছড়া দিয়ে তিনি পুরভোটের সুরও বেধে দিতে চলেছেন বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

১ মার্চ শহিদ মিনারের সভা থেকে পুরনির্বাচনে বিজেপির প্রচার কৌশলের সূচনা করতে চলেছে অমিত শাহ। ছড়া দিয়ে তিনি পুরভোটের সুরও বেধে দিতে চলেছেন বলে জানা গিয়েছে। আর নয় অন্যায়- যা নিয়ে মিটিং, মিছিল, কবিতাও তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে।

'আর নয় অন্যায়'

'আর নয় অন্যায়'

একেবারে নতুন ধরনের প্রচার। যার সূচনায় অমিত শাহ। লোকসভা ভোটে বিজেপি সাফল্য পেয়েছে দূরের জেলাগুলিতে। এবার কলকাতা এবং আশপাশের এলাকাতেও সাফল্য পেয়ে চায়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, পুরভোটের প্রচার অমিত শাহের হাত দিয়েই শুরু হবে। কর্মসূচি নিয়ে তিনি দিশা দেখাবেন জেলাস্তরের নেতাদের মধ্যে।

তুলে ধরা হবে অব্যবস্থা, দুর্নীতি

তুলে ধরা হবে অব্যবস্থা, দুর্নীতি

বিজেপি সূত্রে জানা গিয়েছে, জায়গায় জায়গায় কবিতা ও ছড়ার মাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও পরিষেবার অব্যবস্থার কথা তুলে ধরা হবে সাধারণ মানুষের সামনে। জেলায় জেলায় তা ছড়িয়ে দেওয়া হবে।

টার্গেট ১ লক্ষ লোকের সমাগম

টার্গেট ১ লক্ষ লোকের সমাগম

রাজ্য বিজেপি সূত্রে খবর, প্রাথমিক টার্গেট ধরা হয়েছে, একলক্ষ লোকের। তবে আত্মবিশ্বাসী নেতারা বলছেন, এর থেকে অনেক বেশি মানুষ আসবেন এই সভায়। কলকাতা সংলগ্ন জেলাগুলি থেকে লোক আনা হবে। গুরুত্ব দেওয়া হচ্ছে বিধাননগর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনাকে।

কালো পতাকা দেখানোর সিদ্ধান্তকে কটাক্ষ দিলীপের

কালো পতাকা দেখানোর সিদ্ধান্তকে কটাক্ষ দিলীপের

১ মার্চ অমিত শাহের কলকাতা সফরে তাঁকে কালো পতাকা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে বাম ছাত্র-যুবরা। যদিও এই সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে না বিজেপি। দিলীপ ঘোষ কটাক্ষ করেছেন এই সিদ্ধান্তকে।

English summary
Bengal BJP will kick start of Municipal Election campaign from his 1 March meeting at Shahid Minar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X