For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রাণ বিলিতে সরকারের বাধা, স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য নিল রাজ্য বিজেপি

ত্রাণ বিলিতে সরকারের বাধা, স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য নিল রাজ্য বিজেপি

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

এবার সামাজিক সংগঠনের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে ত্রান পৌছেদেবার বৃহৎ পরিকল্পনা নিয়েছে রাজ্য বিজেপি। উল্লেখ্য দলের সাংসদ অর্জুন সিংহ, জন বার্লা, সুকান্ত মজুমদাররা ত্রান বিলির সময় পুলিশের বাধা পেয়েছেন। যার ফলে সাংসদ ও দলের হেভিওয়েট নেতারা মানুষের কাছে ত্রান পৌছাতে পারছেন না। সেইজন্য বিজেপির সংগঠন সম্পাদক শিবপ্রকাশ রাজ্যের কয়েকটি স্বেচ্ছাসেবি সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে ত্রান পৌছে দেবার কাজ করছেন। এমনকি বিজেপি নেতাদের সামনে রেখে অরাজনৈতিক ব্যানারে ত্রানবিলির কাজ গোটা রাজ্যজুড়ে শুরু করেছেন শিবপ্রকাশ।

ত্রাণ বিলিতে সরকারের বাধা, স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য নিল রাজ্য বিজেপি

সোমবার সকালে সেভ বেঙ্গল নদীয়ার নামে কল্যানীতে ত্রানবিলি করেছেন বিজেপির নেতারা। কল্যানী পুরসভার চারনম্বর ওয়ার্ডে শাকসবজি সহ নিত্যপ্রয়েজনীয় জিনিষ বিলি করেছেন গেরুয়া শিবিড়ের কর্মীরা। কল্যানী পুরসভার মোট ৭০০ মানুষের মধ্যে ত্রান বিলি করা হয়েছে। চাল,ডাল,সয়াবিন, তেল সহ মোট ১৩ প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিষ বিলি করাহয়েছে। যদিও সকালে কল্যানীর এমন ত্রান শিবিড়ের পিছনে রাজনৈতিক গন্ধ রয়েছে তা মানতে নারাজ ত্রান কর্মসূচির অন্যতম উদ্দ্যোক্তা অধ্যাপক প্রবীর কুমার বৈদ্য। তিনি বলেন, আমরা নদীয়া বাসির সাহায্যে কাজ করছি।

গরিব মানুষকে একটু সরাহা করেদিতেই এমন কর্মসূচি নিয়েছি। এর পিছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই। তবে এই সংগঠনের বেশিরভাগ মানুষ বিজেপির মতাদর্শে বিশ্বাসি বলে জানিয়েছেন অধ্যাপক প্রবীর কুমার বৈদ্য। রাজ্য বিজেপি সূত্রের খবর প্রত্যেকটি জেলায় এইভাবেই বুথস্তরের নেতাদের সামনে রেখে ত্রান কর্মসূচীতে নামার পরিকল্পনা নিয়েছে দিল্লি। যা দলের সংগঠন সম্পাদক শিবপ্রকাশ সরাসরি দেখছেন বলে বিজেপি সূত্রের খবর।

English summary
Bengal BJP took help for food distribution in lockdown wirh NGOs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X