For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা নির্মুলের ভরসা নেই, একুশের প্রস্তুতিতে ভার্চুয়াল জনসভার প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি

করোনা নির্মুলের ভরসা নেই, একুশের প্রস্তুতিতে ভার্চুয়াল জনসভার প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি

Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতির মধ্যেই এগিয়ে আসছে একুশের বিধানসভা ভোট। করোনার কোপে ইতিমধ্যেই বেশ কয়েক মাস চলে গিয়েছে। হাতে বেশি সময় নেই। করোনা যাওয়ার অপেক্ষায় আর বসে থাকতে রাজি নয় বঙ্গ বিজেপি। একুশের প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। শহরের রাস্তায় না নেমে ভার্চুয়াল জনসভা করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। রাজ্য রাজনীতিতে অভিনব উদ্যোগ তাতে কোনও সন্দেহ নেই।

ভার্চুয়াল জনসভা

ভার্চুয়াল জনসভা

আর হাতে গোনা কয়েকটা মাস। তারপরেই একুশের বিধানসভা ভোট। সবচেয়ে বড় সুযোগ করোনার কারনে হাতছাড়া করতে নারাজ বঙ্গ বিেজপি। সময় নষ্ট না করে কোমর বেঁধে নেমে পড়েছে প্রচারে। এরই মধ্যে মমতা সরকারের বিরুদ্ধে ৯ দফা চার্জশিট পেশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। এবার ভার্চুয়াল জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি। তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন দিলীপ ঘোষরা।

৯ দফা চার্জশিট

৯ দফা চার্জশিট

ইতিমধ্যেই মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণে শান দিতে শুরু করেছেন বিজেপি নেতারা। অম্ফান থেকে করোনা সব ক্ষেত্রেই রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরে ৯ দফার চার্জশিট পেশ করেছেন। তারপর ফেসবুক লাইভের মাধ্যমে ৯ দিন ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সরব হতে শুরু করেছেন তাঁরা। করোনার কারণে সোশ্যাল মিডিয়াকে হািতয়ার করেই একুশের বিধানসভা ভোটের প্রস্তুতি এগিয়ে রাখতে চাইছেন তাঁরা।

দায়িত্বে বিজেপির আইটি সেন

দায়িত্বে বিজেপির আইটি সেন

কীভাবে হবে এই ভার্চুয়াল জনসভা এই নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বিজেপির আইটি সেল। এতে প্রায় ১ হাজার মানুষ দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের বক্তব্য শুনতে পাবেন অনলাইনে। জুন মাসেই হবে এই ভার্চুয়াল জনসভা। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন বিভিন্ন ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন ব্যবহার করে ১০০০ মানুষকে ভিডিও কনভারেন্সের মাধ্যেমে একসঙ্গে সংযোগ করা হবে। তারপর তাঁদের কাছে তুলে ধরা হবে রাজ্য সরকারের ব্যর্থতার খতিয়ান।

দিলীপের দাবি

দিলীপের দাবি

দিলীপ ঘোষ স্লোগান তুলেছেন আর নয় মমতা। অর্থাৎ মানুষ এবার মমতা সরকারের বিকল্প চাইছে। তাই আর বসে থাকা যাবে না। দ্রুত মানুষের কাছে পৌঁছতে সোশ্যাল মিডিয়াকেই বেছে নিতে হচ্ছে। কারণ করোনা সংক্রমণের কারণে প্রকাশ্যে গিয়ে সকলের সঙ্গে কথা বলা সম্ভব নয়। আবার বেশি দেরি করাও ঠিক নয়। তাই ভার্চুয়াল জনসভাই একমাত্র পথ।

মন্দির-মসজিদ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা, কড়া নির্দেশিকা লকডাউনেমন্দির-মসজিদ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা, কড়া নির্দেশিকা লকডাউনে

English summary
Bengal BJP start preparation for virtual public meeting amidst Coronavirus situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X