For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশের আগে কৃষিবিল কাঁটা মোচনে পথে নামছে বঙ্গ বিজেপি, কৃষকদের বাড়ি যাবেন দিলীপরা

একুশের আগে কৃষিবিল কাঁটা মোচনে পথে নামছে বঙ্গ বিজেপি, কৃষকদের বাড়ি যাবেন দিলীপরা

Google Oneindia Bengali News

একুশের বিধানসভা ভোটের আগে কৃষিবিল কাঁটা হয়ে দাঁড়িয়েছে বঙ্গ বিজেপির। বিধানসভা ভোটে এই কৃষিবিলকেই হাতিয়ার করে যে শাসক দল বিজেপির বিরুদ্ধে ময়দানে নামবে তাতে কোনও সন্দেহ নেই। তাই আগে থেকেই পথ মসৃন করতে তাই আগেই কৃষকদের বাড়ি বাড়ি পৌঁছে যেতে চাইছেন দিলীপ ঘোষরা।

দিকে দিকে প্রতিবাদ

দিকে দিকে প্রতিবাদ

কৃষকদের ফসল বিক্রির বাজার সকলের জন্য খুলে দেওয়ার প্রতিবাদে সরব হয়েছেন পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা। আন্দোলনে পথে নেমেছেন তাঁরা। বাংলাতেও এর প্রতিবাদে আন্দোলনে শান দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। গতকালই রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন।

পথে নামছে বিেজপি

পথে নামছে বিেজপি

একুশের ভোটে যাতে কৃষক ভোট ব্যাঙ্ক হারাতে না হয় সেকারণে আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। সূত্রের খবর কৃষি বিল নিয়ে বোঝাতে এবার কৃষকদের বাড়ি বাড়ি যাবেন বিজেপি কর্মীরা। জেলা জেলায় কৃষি বিলের সমর্থনে মিছিল করবেন তাঁরা। রাজ্যের কৃষকদের বোঝানো হবে কৃষিবিল নিয়ে।

ফড়েদের দাপট কমবে

ফড়েদের দাপট কমবে

মোদী সরকারের কৃষি বিলের কারণে যে ফড়েদের দাপট কমবে তার সমর্থনেই কথা বলবেন বিজেপি নেতারা। তৃণমূল নেতাদের কাটমানি খাওয়ার সুযোগও কমবে বলে দাবি করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। কৃষকরা নিজেদের ইচ্ছে মতো দাম নিতে পারবেন তাঁরা। গতকালই জয়প্রকাশ মজুমদার আলুর দাম বৃদ্ধি নিয়ে রাজ্যে ফড়েদের রাজত্ব চলছে বলে রাজ্যপালের কাছে নালিশ ঠুকেছিলেন।

ফড়েদের দাপট কমবে

ফড়েদের দাপট কমবে

মোদী সরকারের কৃষি বিলের কারণে যে ফড়েদের দাপট কমবে তার সমর্থনেই কথা বলবেন বিজেপি নেতারা। তৃণমূল নেতাদের কাটমানি খাওয়ার সুযোগও কমবে বলে দাবি করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। কৃষকরা নিজেদের ইচ্ছে মতো দাম নিতে পারবেন তাঁরা। গতকালই জয়প্রকাশ মজুমদার আলুর দাম বৃদ্ধি নিয়ে রাজ্যে ফড়েদের রাজত্ব চলছে বলে রাজ্যপালের কাছে নালিশ ঠুকেছিলেন।

উমর খালিদের মুক্তির দাবিতে অমিতাভ ঘোষ থেকে সলমন রুশদি একযোগে সোচ্চার,সরকারকে বড় বার্তাউমর খালিদের মুক্তির দাবিতে অমিতাভ ঘোষ থেকে সলমন রুশদি একযোগে সোচ্চার,সরকারকে বড় বার্তা

English summary
Bengal BJP start campaign for Farm bill to visit farmers house
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X