For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরনো কর্মীদের থেকে নেতা তৈরি করুক বঙ্গ-বিজেপি: বিশ্বহিন্দু পরিষদ

পুরনো কর্মীদের থেকে নেতা তৈরি করুক বঙ্গ-বিজেপি: বিশ্বহিন্দু পরিষদ

  • |
Google Oneindia Bengali News

অন্য পাঁচটা দলের থেকে বিজেপি আলাদা কারণ হিন্দুত্ব ও জাতীয়তাবাদী আদর্শ সম্পৃক্ত দলটির সঙ্গে। সেই আদর্শকে পাথেয় করেই এগিয়ে চলুক দলটি এরকমই চাইছে বঙ্গ-বিশ্ব হিন্দু পরিষদ।

পুরনো কর্মীদের থেকে নেতা তৈরি করুক বঙ্গ-বিজেপি: বিশ্বহিন্দু পরিষদ

দল ভাঙানো কিংবা দল থেকে নেতারা এলে তারা বিজেপির জাতীয়তাবাদী আদর্শ নাও বুঝতে পারেন৷ ভবিষ্যৎ-এ তারা অন্য দলে ফিরে যেতে পারেন তাই আদর্শ নির্ভর নিচু তলার কর্মীদের থেকে নেতা তৈরি করা উচিৎ বিজেপির এরকমই মনে করেন নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমবঙ্গ বিশ্বহিন্দু পরিষদের বরিষ্ঠ নেতারা৷

মুকুল রায়ের ফিরে যাওয়া 'আই ওপেনার'!

শেষ লোকসভা ভোটে রাজ্যে বিজেপির আশাতীত ভালো ফলের পর সংঘের অনেকের মুখেও মুকুলের প্রশংসা শোনা গিয়েছিল৷ অনেকেই মুকুলকে বড় দায়িত্ব দেওয়ার পক্ষপাতীও ছিলেন৷ কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের পর মুকুলের তৃণমূেলে ফিরে যাওয়া যেন আই ওপেনার৷ স্বাভাবিকভাবেই সংঘ পরিবারের শাখা সংগঠনটি চাইছে বিজেপিতে হিন্দুত্ববাদী মুখ উঠে আসুক৷

কী বলছে বঙ্গের VHP?

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলার এক বিশ্বহিন্দু পরিষদ নেতার কথায়, 'এখনও সময় রয়েছে, আমাদের বোঝা উচিৎ নিচু তলার কর্মীদের মধ্যে থেকে নেতা তৈরি না করলে ক্ষমতায় আসা সম্ভব নয়৷

সংঘ ঘনিষ্ট বিজেপি নেতা ও হাওড়ার প্রার্থী রন্তিদেব সেনগুপ্তও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এ ব্যাপারে মুখ খুলেছেন৷ ইয়ুটিউবে একটি বক্তব্য তিনি জানিয়েছেন, ভাড়া করা সৈন দিয়ে যুদ্ধ জেতা যায় না৷

মুকুল-বান্ধব কৈলাশকেও তৃণমূলে নিন মমতা, টুইট-বাণে কী বার্তা হানলেন তথাগত মুকুল-বান্ধব কৈলাশকেও তৃণমূলে নিন মমতা, টুইট-বাণে কী বার্তা হানলেন তথাগত

তবে শুধু বিশ্ব হিন্দু পরিষদ কিংবা আরএসএস নয় পাশাপাশি বাংলার প্রায় সর্বস্তরের বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে থেকে দাবি উঠে আসছে পুরনো নেতা কর্মীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সামনের সারিতে নিয়ে আসার জন্য৷

English summary
Bengal-BJP should concentrate on his grassroots workers, and make leader among them
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X