For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গরুর দুধে সোনা বিতর্ক! ফের মুখ খুললেন দিলীপ ঘোষ

বুধবার বসিরহাট মহাকুমার বুলবুলের তাণ্ডবে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে আসছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

বুধবার বসিরহাট মহাকুমার বুলবুলের তাণ্ডবে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে আসছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই বসিরহাটের দিশারী ভবনে একটি অরাজনৈতিক বিতর্ক প্রতিযোগিতায় আসেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন এখান থেকেই দুধে সোনা নিয়ে সমালোচকদের দুষলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, যে গরুর দুধ খায় না। সে কি করে বুঝবে যে গরুর দুধে সোনা আছে।

গরুর দুধে সোনা বিতর্ক! ফের মুখ খুললেন দিলীপ ঘোষ

উল্লেখ্য, গরুর দুধে সোনা নিয়ে তার মন্তব্যের জেরে গত কয়েক্ দিন ধরে বিতর্কের ঝড় উঠেছে নানা মহলে। এদিন। সেটা নিয়েই কটাক্ষ করেন দিলীপ বাবু। তিনি আরও বলেন, যে দেশীয় গরুর দুধ খাই নি সে জানে না গরুর দুধে সোনা আছে কিনা। বিজ্ঞানীরা জানেন। যারা বিজ্ঞানের ধারে পাশে যাইনি। তাহলে কি করে বলবে!

এদিন বুলবুল প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বাবুল বলেন, দুর্গতরা দেও ক্ষতিপূরণ পাবেন তো ! চেক বাউন্স হয়ে যাবে নাতো ! আইলা সময় দেখেছি, এখনও দেখব যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সঠিকভাবে অর্থ টাকা পয়সা পাবেন কিনা। পেলে ভালো।
এনআরসি নিয়ে দিলীপবাবুর মন্তব্য, পশ্চিমবাংলায়ও এনআরসি হবে। তার তোড়জোড় চলছে। বিল আসবে উনি সুপ্রিম কোর্টে যাবেন।

এদিনের বিতর্ক প্রতিযোগিতা উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞ রাহুল চক্রবর্তী, মিজানুর রহমান, বিশিষ্ট আইনজীবী সরদার আমজাদ আলী।

English summary
Bengal BJP president again speaks on gold on Cow milk
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X