For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেট্রোলের দাম বাড়ার ইস্যুতে পাল্টা মমতা সরকারকেই আক্রমণে বঙ্গ-বিজেপি নেতারা

  • |
Google Oneindia Bengali News

রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবারই রাস্তায় নামে তৃণমূল৷ তার ১২ ঘন্টার কাটার আগেই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জন্য তৃণমূল সরকারকে দায়ি করে প্রচার শুরু করল বিজেপি৷ বঙ্গ-বিজেপির সায়নৃতন বসু, তরুণজ্যোতি তেওয়ারি সহ অনেক নেতা কর্মী সমর্থকরা এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার শুরু করেছেন।

কী বলছেন বিজেপি নেতারা?

কী বলছেন বিজেপি নেতারা?

প্রাক্তন সাংবাদিক এবং বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় তাঁর একটি ফেসবুক পোস্টে লিখেছেন, 'পেট্রোলের দাম হু হু করে বাড়ছে । ভীষণ অপরাধী কেন্দ্রীয় সরকার । তাইতো ?

বাস্তবটা কী? এই ১০০ টাকার মধ্যে কেন্দ্রের ট্যাক্স ৩৩ টাকা ফিক্সড । যার মধ্যে চতুর্দশ অর্থ কমিশনের নির্দেশিকা অনুযায়ী ৪২ শতাংশ পায় রাজ্য গুলি । অর্থাৎ ঐ ৩৩ টাকার মধ্যে ১৪ টাকা পায় রাজ্য । এছাড়াও রাজ্য সরকারের চাপানো ২৫ শতাংশ ভ্যাট অনুযায়ী রাজ্য সরকার ২৫ টাকা ঘরে তুলছে । হিসেব বলছে এই ২৫ আর ১৪ টাকা মিলিয়ে রাজ্য প্রতি ১০০ টাকায় পাচ্ছে ৩৯ টাকা । কেন্দ্র পাচ্ছে ১৯ টাকা।'

একই সুরে কথা বলছেন তরুণ-সায়ন্তনরা

একই সুরে কথা বলছেন তরুণ-সায়ন্তনরা

একই যুক্তি সাজিয়ে একটি পোস্টার বানিয়ে নিজেদের ফেসবুক ওয়ালে পোস্ট করছেন সায়ন্তন বসু, তরুণজ্যোতি তেওয়ারির মতো বঙ্গ-বিজেপির পরিচিত মুখরা৷ একলিটার পেট্রোলে রাজ্যের নিজের অংশ ৩৯ টাকা থেকে কর কিছুটা কমানোর দাবিও তুলেছেন তরুণ-সায়ন্তনরা।

করোনা ও ফ্রি ভ্যাকসিনের দোহাই!

করোনা ও ফ্রি ভ্যাকসিনের দোহাই!

বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক পোস্টে আরও প্রশ্ন তুলে লিখেছেন, প্রশ্ন আসছে মূল দাম অর্থাৎ এই ৩৮ টাকাটা বাড়ছে ধাপে ধাপে কি ভাবে এবং কেন ? মে, ২০২১ এ প্রতি ব্যারেলের দাম ছিল ৬৬.৯৫ ডলার যা জুন ২০২১ এ এসে দাঁড়িয়েছে ৭১.৯৮ এ । প্রায় এক মাসে তেলের দামে যদি পাঁচ ডলারের বৃদ্ধি ঘটে সেই খরচ কে মেটাবে ? এরাজ্যের বাম এবং তৃণমূলীরা বলবেন কেন কেন্দ্র মেটাবে । ঠিক । যেভাবে মিটিয়েছিলেন ড: মন মোহন সিং সরকার । ১ লক্ষ ৪ হাজার কোটি টাকার অয়েল বন্ড বাজারে ছেড়ে । যার দেনা এখন কেন্দ্রীয় সরকারের ঘাড়ে । প্রতি বছর দশ হাজার কোটির সুদ মেটাতে হয় দিল্লিকে । মাথায় দেনা এখনও ১ লক্ষ ৩ হাজার কোটি টাকা । সঙ্গে সুদ বাবদ দেয় দশ হাজার কোটি বছরে । কোন সরকার চলে, চলতে পারে এভাবে ? সঙ্গে আবার ফ্রী রেশন, ফ্রি ভ্যাকসিন, এবং ৪২ টি গরীব মানুষের প্রকল্প।'

English summary
Bengal-BJP leaders attack Mamata government over petrol price hike
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X