For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নব্য' বিজেপি কর্মীদের পাপের দায়িত্ব দল নেবে না! শুভেন্দুদের বিজেপি যোগের পরই শুদ্ধিকরণের বার্তা গেরুয়া নেতার

  • |
Google Oneindia Bengali News

'নব্য' বিজেপি কর্মীদের পাপের দায়িত্ব দল নেবে না। এই বার্তাতেই অবস্থান স্পষ্ট করে দিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। শোকজের পরও তিনি ফের সরব হয়েছেন তৃণমূল থেকে বিজেপি আসা নতুন নেতা ও কর্মীদের নিয়ে।

 সংঘাত কোথা থেকে জন্মেছে?

সংঘাত কোথা থেকে জন্মেছে?

মূলত ১৯ ডিসেম্বর শুভেন্দু সহ দশরথ তিরকের মতো তৃণমূলের হেভিওয়েটরা পর পর বিজেপিতে যোগ দেন। তারপর থেকেই দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন অংশে বিজেপির অন্দরে নব্য বনাম আদি সংঘাত চরমে। এদিকে, দশরথ তিরকের এই বিজেপি আগমনকে ভালোভাবে নেননি আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। খোলাখুলি এই নিয়ে মুখ খোলার পর দল তাঁকে শোকজও করে।

 শুদ্ধিকরণের বার্তা

শুদ্ধিকরণের বার্তা

এদিকে, শোকজের পরও নব্য বিজেপি নেতা , কর্মীদের নিয়ে অসন্তোষ চেপে রাখতে পারেননি গঙ্গি প্রসাদ শর্মা। তিনি সাম্প্রতিক এক সভায় ফের বলেছেন, আমরা সবাইকে আপন করে নেব। যাঁরা তৃণমূলে থেকে পাপ করেছেন, তাঁদের সেই পাপের দায়িত্ব বিজেপি নেবে না। ফলে বিজেপিতে নতুন যোগ দেওয়া নেতাদের জন্য 'শুদ্ধিকরণ'এর বার্তা দিয়েছেন, গঙ্গাপ্রসাদ।

 বিজেপি কর্মীদের ওপর অত্যাচার প্রসঙ্গ

বিজেপি কর্মীদের ওপর অত্যাচার প্রসঙ্গ

গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, বিজেপির নেতা কর্মীদের অত্যাচার করে মিথ্যা মামলা দিয়ে এখন যতই পালাবদল বা গুণগান করুন না কেন, যদি অন্যায় অত্যাচার করে থাকেন, তাহলে আমাদের কর্মীরা আপনাদের ছেড়ে কথা বলবে না। উল্লেখ্য, বিজেপিতে যোগ দেওয়া নতুন নেতাদের নিয়ে মুখ খোলার জন্যই যেখানে তাঁকে শোকজের নোটিস দেওয়া হয়েছে, সেখানে ফের এই বক্তব্য থেকে রাজ্যরাজনীতিতে জল্পনা তুঙ্গে।

 বক্তব্যের সপক্ষে সাফাই গঙ্গাপ্রসাদের

বক্তব্যের সপক্ষে সাফাই গঙ্গাপ্রসাদের

শোকজের চিঠির পরও গঙ্গি প্রসাদ শর্মার এমন বক্তব্য নিয়ে প্রশ্ন উঠতেই তিনি বলেন, নতুন যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের তাঁদের অফিসে ডেকে সংবর্ধনা দেওয়া হবে। মূলত,তাঁর দাবি, নব্যদের নিয়ে গঙ্গা প্রসাদ যে বক্তব্য রেখেছেন, তা কর্মীদের মনোবল বাড়াতেই করেছেন। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

English summary
Bengal BJP faces clash over Neo and Old leaders as any tmc worker are joining party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X