For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার হিংসার প্রমাণ দিতে গিয়ে মুখ পুড়ল বিজেপি, সাংবাদিকে ছবি ভুল করে চলে গেছে সাফাই গেরুয়া শিবিরের

বাংলার হিংসার প্রমাণ দিতে গিয়ে মুখ পুড়ল বিজেপি, সাংবাদিকে ছবি ভুল করে চলে গেছে সাফাই গেরুয়া শিবিরের

Google Oneindia Bengali News

ভোট মিটতেই বাংলায় আক্রান্ত হতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। প্রমাণ দিতে কয়েকদিন আগে বিজেপির পক্ষ থেকে মৃত দলীয় নেতার ছবি শেয়ার করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাকে আরও মুখ পুড়েছে বিজেপির। সেই ছবিটি ইন্ডিয়া টুডে নামে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাংবাদিক অভ্র বন্দ্যোপাধ্যায়ের। চাপের পড়ে শেষ সাফাই গেয়েছে বিজেপি। দাবি করা হয়েছে হাইপারলিঙ্কের কারণে ভুল ছবি চলে গিয়েছে। বিজেপি ইচ্ছাকৃত ভাবে এরকম কিছু করে নি।

মিঠুন চক্রবরতী-দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূলের মিঠুন চক্রবরতী-দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূলের

ভোটপরবর্তী হিংসা বাংলায়

ভোটপরবর্তী হিংসা বাংলায়

বিজেপির হিসেব-নিকেশ সব ওলট পালট করে দিয়ে িজতেছে তৃণমূল কংগ্রেস। তারপরেই বাংলায় শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসা। একাধিক জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছেন, খুন হয়েছেন বলে অভিযোগ করেছে বিজেপি নেতারা। এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। দলীয় কর্মীদের উপর হামলার প্রতিবাদে মমতার শপথ বয়কট করেন দিলীপ ঘোষ। উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে রাজ্যপালের কাছ থেকে এই নিয়ে খবর নিয়েছেন।

মুখ পুড়ল বিজেপির

মুখ পুড়ল বিজেপির

বাংলায় ভোটের হিংসা কীভাবে চলছে তার প্রমাণ দিতে গিয়ে কয়েকদিন আগে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। তাতে খুন হওয়া বিজেপি কর্মী মৈনাক মৈত্রের যে ছবি দেওয়া হয়েছিল তাই নিয়ে বিপাকে পড়েছে গেরুয়া শিবির। সেই ছবিটি আদৌ বিজেপি কর্মীর নয়। সেটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টু়েডর সাংবাদিক অভ্র বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গে নিজের ছবি চিহ্নিত করে দাবি করেন সাংবাদিক।

বিজেপির সাফাই

বিজেপির সাফাই

বিজেপির পক্ষ থেকে তারপরেই এই নিয়ে সাফাই দেওয়া হয়েছে। তাঁরা দাবি করেছেন হাইপার লিঙ্কের কারণেই এই ঘটনা ঘটেছে। তারপরেই বিজেপির টুইটার হ্যান্ডেল থেকে সেই ছবিটি সরিয়ে দেওয়া হয়। সাংবাদির নিজে তাই নিয়ে ছবি টুইট করে লিখেছিলেন, এই ধরনের ভুয়ো ভিডিও-য় কেউ বিশ্বাস করবেন না। আমি এখনও বেঁচে আছি এবং ভাল আছি। তিনি বলেছেন ঘুম থেকে ওঠার আগেই এই ছবির জন্য আমার কাছে ১০০টির মতো ফোন কল এসেছিল। বিজেপির আইটি সেল ভুল করে শীতলকুচিতে মৃত বিজেপি কর্মীর ছবির জায়গায় তাঁর ছবি পোস্ট করেছে।

মমতার দাবি

মমতার দাবি

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিজেপি উস্কানি দিচ্ছে অশান্তি ছড়ানোর জন্য। জনতার রায় মানতে পারছে না বিজেপি সেকারণেই একাধিক জায়গায় উস্কানি দিচ্ছে। কোনও রকম অশান্তি আর বরদাস্ত করা হবে না সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে রাজনৈতির হিংসার বলি পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।

English summary
Bengal BJP claimed Journalist's picture wrongly placed on Bengal poll violence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X